Sat. Apr 19th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলাবাজার২৪, মঙ্গলবার, ১৭মে, ২০২২ঃ খেলাফত হোসেন খসরু, পিরোজপুর জেলা প্রতিনিধিঃ ভয়েস অব আমেরিকার বাংলাদেশ প্রতিনিধি আমির খসরু’’র মা সেতারা হালিমের হত্যার ঘটনায় পিরোজপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সাংবাদিক আমির খসরু বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন বলে জানান সদর থানার ওসি আ.জ.মো: মাসুদুজ্জামান।

মামলা সূত্রে জানাযায়, ভয়েস অব আমেরিকার বাংলাদেশ প্রতিনিধি আমির খসরু’’র মা সেতারা হালিম কে হত্যার ঘটনায় আমির খসরু নিজে বাদী হয়ে পিরোজপুর সদর থানায় কয়েকজনকে অজ্ঞাত আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় আসামীর কোন সংখ্যা না থাকলেও কয়েকজনকে অজ্ঞাত করেই মামলাটি দায়ের করা হয়।

পিরোজপুর সদর থানার ওসি আ.জ.মো: মাসুদুজ্জামান জানান, সোমবার সকালে সাংবাদিক আমির খসরুর মা সিতারা হালিমের মরোদেহ নিজ বাসা থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় মঙ্গলবার দুপুরে কয়েকজনকে অজ্ঞাত আসামী করে ৩০২/৩৪ ধারায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। দুইজনকে প্রাথমিক জিজ্ঞাসার জন্য আটক করা হয়েছে। আসামী গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, সোমবার (১৬ মে) সকাল ১০ টায় পিরোজপুরের সিআইপাড়া এলাকার নিজ বাস ভবনের মেঝে থেকে সাংবাদিক আমির খসরুর মা সিতারা হালিমের লাশ উদ্ধার করে পুলিশ। তার গলায় আঘাতের চিহ্ন রয়েছে। নিহত সিতারা হালিম (৭৪) পিরোজপুর সরকারী সোহরাওয়ার্দী কলেজের সাবেক অধ্যক্ষ পৌরসভার সিআই পাড়া এলাকার মৃত প্রফেসর আব্দুর হালিম হাওলাদারের স্ত্রী।