Tue. May 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলাবাজার২৪, বৃহস্পতিবার, ০৪ জুলাই, ২০২২ঃ চলমান সাবলীল পথ পরিক্রমায় অদুর ভবিষ্যতে বাংলাদেশের আর্থিক খাতের সম্ভাবনা সীমাহীন বলে উল্লেখ করেছেন বিশিষ্ট হিসাব বিজ্ঞানী ও বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স করপোরেশন (বিএইচবিএফসি) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন, এফসিএ, এফসিএমএ। সম্প্রতি ‘বাংলাদেশে ফিনটেক: সমস্যা এবং প্রস্তুতি’ শীর্ষক সিপিডি’র এক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করে ড. সেলিম একথা বলেন।
প্রবন্ধ উপস্থাপনকালে তিনি সারাবিশ্ব এবং বাংলাদেশে ফিনটেকের বর্তমান অবস্থা, বাংলাদেশে সরকারি-বেসরকারি উদ্যোগের প্রস্তুতি, ডিজিটাল বাংলাদেশ, ৪র্থ শিল্প বিপ্লব, ইসলামি ফিনটেক, গ্লোবাল ফিনটেক সূচক এবং দেশের আর্থিক খাতে ফিনটেকের ব্যবহার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরে আলোচনা করেন। দি ইনস্টিটিউট অব চাটার্ড একাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি), চট্টগ্রাম অঞ্চল কর্তৃক বন্দরনগরীর হোটেল আগ্রাবাদে আয়োজিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির ভিসি প্রফেসর মুহাম্মদ সেকান্দর খান। আইসিএবি চট্টগ্রাম আঞ্চলিক কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আবুল কাশেম এবং আইসিএবি’র সভাপতি মো. শাহাদাত হোসেন সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন। আইসিএবি’র সাবেক সভাপতি শওকত হোসেন, এফসিএ সেমিনারে সেশন চেয়ারম্যান হিসেবে উপস্থিত ছিলেন। আইসিএবি’র সহ-সভাপতি এন কে এ মবিন, সিদ্ধার্থ বড়–য়া, ফৌজিয়া হক, কাউন্সিলর মেম্বার মো. হুমায়ুন কবির, মুহা. ফারুখ, কামরুল আবেদীন, গোপাল চন্দ্র ঘোষ, সাব্বির আহম্মেদ, মো. আবদুল কাদের জোয়াদ্দার, মো. মনিরুজ্জামান, মো. মাহামুদ হোসাইন, মো. ফোরকান উদ্দিন, মো. ইয়াছিন মিয়া, এবিএম লুৎফুল হাদি, মারিয়া হাওলাদার, আইসিএবি’র সিইও সুবাশিস বোসসহ এ অঞ্চলের প্রায় আশিজন সদস্য সেমিনারে উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন গণমাধ্যম ব্যক্তিত্ব সেমিনারটিতে অংশগ্রহণ করেন।