Sat. Oct 18th, 2025
Advertisements

খোলাবাজার২৪, বুধবার, ১৭ আগস্ট, ২০২২ঃ ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমি (আইবিটিআরএ) পরিচালিত ‘ডিপ্লোমা ইন ইসলামিক ব্যাংকিং’ (ডিআইবি) পরীক্ষার মে ২০২২ পর্বের ফলাফল প্রকাশিত হয়েছে। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা ১৭ আগস্ট ২০২২, বুধবার ইসলামী ব্যাংক টাওয়ারে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করেন। ব্যাংকের চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান সিদ্দিকী, আইবিটিআরএর প্রিন্সিপাল এস এম রবিউল হাসান, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট কে এম মুনিরুল আলম আল মামুন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাঃ আনোয়ার হোসেন ও নজরুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন। ৩৫টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মোট ৫,৬৪১ জন প্রার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করেন। পার্ট-১ পরীক্ষায় ৯.৬১ শতাংশ এবং পার্ট-২ পরীক্ষায় ১৫.৫১ শতাংশ প্রার্থী চূড়ান্তভাবে উত্তীর্ণ হন।