খোলাবাজার২৪, বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২ঃ ঢাকার দক্ষিণখানে এক্সিম ব্যাংকের দক্ষিণখান উপশাখার উদ্বোধন করা হয়েছে। আজ ২৭ সেপ্টেম্বর ২০২২ উত্তরা শাখার অধীনে পরিচালিত এই উপশাখার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সএিফও মোঃ হুমায়ূন কবীর এবং সভাপতিত্ব করেন এক্সিম ব্যাংক ঢাকা উত্তর অঞ্চলের আঞ্চলিক প্রধান ও ব্যাংকের অ্যাডিশনাল ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোঃ মইদুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ হুমায়ূন কবীর বলেন, এক্সিম ব্যাংক তার সামগ্রিক ব্যাংকিং কার্যক্রমের মাধ্যমে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তিনি ব্যাংকের বহুমূখী আমানত ও বিনিয়োগ হিসাবসমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ জনগণকে এক্সিম ব্যাংকের দক্ষিণখান উপশাখার সাথে ব্যাংকিং করার জন্য আহ্বান জানান।