Fri. Oct 17th, 2025
Advertisements

খোলাবাজার২৪, শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২: বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)-এর উদ্যোগে চাঁদপুরের প্রেস ক্লাব ভবনে দিনব্যাপী মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড লীড ব্যাংক হিসেবে উক্ত অনুষ্ঠান আয়োজনের দায়িত্ব পালন করে। চাঁদপুর জেলার ৩৩টি তফসিলি ব্যাংকের ৬৪জন কর্মকর্তা উক্ত প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)-এর অতিরিক্ত পরিচালক জনাব মোহাম্মদ মাহবুব আলম প্রধান অতিথি হিসেবে উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড-এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান মানিলন্ডারিং প্রতিরোধ প্রতিপালন কর্মকর্তা জনাব মুহাম্মদ মোস্তফা খায়ের। প্রশিক্ষণ কর্মসূচীতে মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ে সেশন পরিচালনা করেন বিএফআইইউ-এর যুগ্ম পরিচালক জনাব রুমান আহমদ এবং সহকারী পরিচালক জনাব মোঃ ফয়সাল কবির। অনুষ্ঠানে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ইভিপি ও উপ-প্রধান মানিলন্ডারিং প্রতিরোধ প্রতিপালন কর্মকর্তা ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, কুমিল্লার আঞ্চলিক প্রধান জনাব শামসুল করিম মজুমদারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।