Fri. Oct 17th, 2025
Advertisements

অনলাইন ডেস্কঃ  ভাষা সৈনিক, বীর মুক্তিযোদ্ধা, বঙ্গবন্ধু পরিষদের প্রয়াত সভাপতি ডাক্তার এস এ মালেক এর স্মরণে শুক্রবার (৬ জানুয়ারি) বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গণে শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ কার্যক্রম শুরু করা হয়।

ফিকামলি তত্ত্বের জনক, বিশিষ্ট সমাজসেবী, বঙ্গবন্ধু পরিষদের  প্রেসিডিয়াম সদস্য ড. আবদুল ওয়াদুদ এর সৌজন্যে সারাদেশে কম্বল বিতরণের অংশ হিসেবে শুক্রবার (৬ জানুয়ারি) কলাবাগানের লাল ফকির মাজার সংলগ্ন বস্তিবাসীদের মাঝে কম্বল প্রদান করা হয়। মাসব্যাপী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ডাক্তার এস এ মালেক এর পুত্র, বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম সম্পাদক ডাক্তার শেখ আব্দুল্লাহ আল মামুন।

এসময় উপস্থিত ছিলেন ড. আবদুল ওয়াদুদ, ঢাকা মহানগর বঙ্গবন্ধু পরিষদের সিনিয়র সহ-সভাপতি প্রফেসর ড. শামসুদ্দীন ইলিয়াস, যুগ্ম সম্পাদক অহিদুজ্জামান মিন্টু, যুগ্ম সম্পাদক নির্মল বিশ্বাস, বঙ্গবন্ধু পরিষদ নড়াইল জেলার সভাপতি ড. তপন সরকারসহ বঙ্গবন্ধু  পরিষদের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর নেতৃবৃন্দ।