
১৯৭৫’র ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর ১৯৮১ সালের ১৭ মে দীর্ঘ ৬ বছরের নির্বাসিত জীবন শেষে বাংলার মাটিতে ফিরে আসেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাদেশ আওয়ামী লীগ কুড়িগ্রাম জেলা শাখার বিভিন্ন কর্মসূচির মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করেছে। সকালে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আওয়ামী লীগ কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি জনাব মো: জাফর আলীর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন , বাংলাদেশ আওয়ামী লীগ কুড়িগ্রাম জেলা শাখার সহ-সভাপতি এস. এম. ছানালাল বকসী, সহ-সভাপতি সাইদ হাসান লোবান, বাংলাদেশ আওয়ামী লীগ কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু, যুগ্ম সম্পাদক আ ন ম ওবায়দুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান সাজু, আবুল কালাম আজাদ, জেলা আওয়ামী লীগ নেতা আতাউর রহমান বিপ্লব, অলক সরকার, জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক অ্যাডভোকেট আলহাজ্ব রুহুল আমিন দুলাল প্রমুখ। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও মঙ্গল কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।