অনলাইন ডেস্ক,দৈনিক খোলা বাজারঃ শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড-এর পরিচালক পর্ষদের ৩৫৯তম সভা ১৭ মে ২০২৩ইং তারিখে ব্যাংকের কর্পোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভা কক্ষে যথাযথ স্বাস্থ্যবিধিএবংসামাজিক দূরত্ব বজায় রেখে অনুষ্ঠিত হয়। ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান জনাব মোহাম্মদ ইউনুছ সভায় সভাপতিত্ব করেন। সভায় বেশ কিছুসংখ্যক বিনিয়োগ প্রস্তাব অনুমোদন দেয়া হয়।
সভায়অন্যান্যদেরমধ্যে ব্যাংকেরপরিচালক পর্ষদেরসভায়অন্যান্যদেরমধ্যে ব্যাংকেরপরিচালক পর্ষদেরভাইস-চেয়ারম্যানজনাবমহিউদ্দিনআহমেদ ও জনাবআব্দুলকরিম (নাজিম) (ডিজিটালপ্লাটফর্মে অংশগ্রহণকরেন), পরিচালকবৃন্দ ড. আনোয়ার হোসেনখান, এমপি; জনাব মোঃসানাউল্লাহসাহিদ, জনাব মোঃআব্দুলবারেক, জনাবআব্দুলহালিম, জনাবআক্কাচউদ্দিন মোল্লা, জনাব খন্দকারশাকিবআহমেদ, ইঞ্জিনিয়ার মোঃ তৌহিদুররহমান, জনাব এ. কে. আজাদ, জনাব মোঃনাছিরউদ্দিনখান, মিসেস জেবুননাহার(ডিজিটালপ্লাটফর্মে অংশগ্রহণকরেন), জনাবফকির মাসরিকুজ্জামান, স্বতন্ত্র পরিচালকজনাবএকরামুলহকও জনাবনাসিরউদ্দিনআহমেদ,ব্যাংকেরব্যবস্থাপনাপরিচালক ও সিইওজনাব মোসলেহউদ্দীনআহমেদ এবং কোম্পানিসচিবজনাব মোঃআবুলবাশারউপস্থিত ছিলেন।