Tue. Apr 8th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

বিশেষ প্রতিনিধি,পিরোজপুরঃ ভান্ডারিয়া উপজেলাধীন তেলিখালী ইউনিয়ন বিএনপি,আয়োজিত “কর্মীসভা ও মত বিনিময়” অদ্য ৬ জুন ‘২০২৩ইং বিকাল ৪টায় তেলিখালী ইউনিয়ন বিএনপির প্রধান কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়।

প্রশাসনের বিধি নিষেধ এবং পুলিশের প্রচন্ড বাঁধার মধ্যে, সল্প পরিসরে,অল্প সময়ের অনুমতিতে এবং তাদের উপস্থিতিতে,নির্ধারিত সময়ের অনেক পরে উক্ত অনুষ্ঠান শুরু হয়।

সভায় সভাপতিত্ব করেন, তেলিখালী ইউ.বিএনপির সভাপতি,জনাব মোঃ তহা।

ভান্ডারিয়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক,জনাব আব্দুল হাই হাওলাদার প্রধান অতিথি এবং সদস্য সচিব,জনাব মনির হোসেন আকন প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি ছিলেন, ভান্ডারিয়া পৌর বিএনপির আহবায়ক,জনাব আঃ মান্নান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জনাব ওয়াসিম মান্নান উৎপল এবং সদস্য সচিব,জনাব মাসুদ রানা পলাশ বিশেষ বক্তা হিসাবে উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি এবং অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন ভান্ডারিয়া উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক, জনাব ইন্জিনিয়ার নূরুল আমীন তালুকদার,জনাব মনোয়ার হোসেন পলাশ,সদস্য জনাব এ্যাড.আবুল কালাম আযাদ মলাদ,জনাব মোস্তাফিজুর রহমান নাসির, ও পৌর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক, জনাব মোঃ মিরাজ,জনাব ফোরকান হাওলাদার,উপজেলা যুবদলের আহবায়ক জনাব আবুল কালাম মল্লিক,উপজেলা শ্রমিক দলের সভাপতি জনাব মোঃ ঈমান আলী,সেক্রেটারি জনাব আলামিন মুন্সি,উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব জনাব মোঃ সাইফুল ইসলাম,যুগ্ম আহবায়ক জনাব মোঃ বাবু খান এবং নদমুল্লা ইউ.বিএনপি নেতা জনাব মোঃ নূরুল্লাহ।

তেলিখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জনাব এমদাদুল হক বাদল এবং বিএনপি নেতা জনাব মোঃ শাহীন এর সঞ্চালনায়- তেলিখালী ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।