Sat. May 10th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

১১জুলাই খোলাবাজার অনলাইন ডেস্ক : ফেরদৌস আলম,গাইবান্ধা প্রতিনিধিগাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বৈরাগীহাট পুলিশ তদন্ত কেন্দ্রের অভিযানে একাধিক ডাকাতি ও অস্ত্র মামলার পলাতক আসামি আব্দুল বারিক (৪০) গ্রেফতার।

গ্রেফতারী পরোয়ানা ভুক্ত একাধিক মামলার আসামী মো: আব্দুল বারিক(৪০), পিতা: জসিম মিস্ত্রি,  থানা-গোবিন্দগঞ্জ, জেলা – গাইবান্ধা, দীর্ঘ দিন থেকেই সে পালাতক ছিল। সংবাদের ভিত্তিতে ৯ জুলাই, রবিবার গোবিন্দগঞ্জ থানার বৈরাগীরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মিলন চ্যাটার্জীর নেতৃত্বে এএসআই কুদ্দুস সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করেন।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বৈরাগীহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মিলন চ্যাটার্জী জানান,আজ সোমবার,১০ জুলাই তাকে গ্রেফতারী পরোয়ানা মূলে আদালতে সোপর্দ করা হয়েছে।

থানা সুত্রে জানা যায়,গত ৯ জুলাই বিকেলে পাঁচবিবি- গোবিন্দগঞ্জ থানা সীমান্ত এলাকা হতে রুদ্ধশ্বাস অভিযান চালিয়ে একাধিক ডাকাতি ও অস্ত্র মামলার ৩ টি গ্রেফতারী পরোয়ানা ভুক্ত পলাতক আসামী আব্দুল বারিক ওরফে বারিক ডাকাত (৪০)কে সীমান্ত এলাকা হতে গ্রেফতার করে পুলিশ । দীর্ঘদিন যাবৎ সে পেশাদার ডাকাতি, দস্যু প্রবৃদ্ধি, মাদক ও অপহরণ সহ নানাবিধ অপরাধের সাথে জড়িত। তাকে গ্রেফতার করায় এলাকাবাসীর জনমনে স্বস্তি ফিরেছে।