এ সময় আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও কুমারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, কালিদাসপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, ৭০-এর অগ্নিসেনা বীর মুক্তিযোদ্ধা মইনুদ্দীন পারভেজ, জেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও ভাংবাড়ীয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাওসার আহম্মেদ বাবলু, পদ্মবিলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু তাহের বিশ্বাস, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও চিৎলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জিল্লুর রহমান, কুতুবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাখাওয়াত হোসেন টাইগার, মোমিনপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম ফারুক জোয়ার্দ্দার, খাদিমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হালিম মন্ডল, পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ওয়ায়েচ কুরুনি টিটু, আওয়ামী লীগ নেতা দেবেন্দ্রনাথ দোবে বাবুলাল, জেলা যুবলীগের সদস্য তপন কুমার বিশ্বাস, বেলগাছী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুব হোসেন, যুবলীগ নেতা রাজু আহম্মেদ, সাবেক ছাত্রলীগ নেতা পবিত্র কুমার আগরওয়ালা, আলমগীর কবির শিপলু, বেলগাছী ইউনিয়ন যুবলীগের সভাপতি রেজাউল হক, যুবলীগ নেতা স্বপন, আলমডাঙ্গা উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক একেএম রাসেল পারভেজ রাজু, কালিদাসপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আবু তালেব, জনি মেম্বার, রহিদুল হক ইলা মেম্বার, ইসরাইল মেম্বার, আনিস ডাক্তার, সাইদ মেম্বার ও জেকের আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
গণসংযোগে বিশাল মোটরসাইকেল বহরসহ গাড়িতে কয়েকশ নেতা-কর্মী এতে অংশগ্রহণ করেন। এছাড়া গণসংযোগ, পথসভা ও লিফলেট বিতরণকালে স্থানীয় আওয়ামী লীগ, কৃষক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানগুলো সার্বিক পরিচালনা করেন বাড়াদী ইউনিয়নের ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হাসিবুল হক ও আরেক ইউপি সদস্য নুর হোসেন। এ সময় বাড়াদী ইউনিয়ন আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীসহ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগসহ অন্যান্য অঙ্গ সংগঠনের কর্মী উপস্থিত ছিলেন।