Tue. Oct 14th, 2025
Advertisements
মোঃ নুর উদ্দিন পিরোজপুর প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মঠবাড়িয়া পৌর আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।
 আজ বৃহস্প‌তিবার সকাল ১০ টায় মঠবাড়িয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সম্মূখ চত্বরে অনুষ্ঠিত যৌথ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পিরেজপুর -৩ মঠবাড়িয়া আসনে নৌকার মনোনীত প্রার্থী আশরাফুর রহমান।
মঠবাড়িয়া উপজেলা সেচ্ছা‌সেবকলী‌গের সাবেক সভাপতি আলাউদ্দিন আল আজা‌দের সঞ্চালনায় সভাপতি হিসেবে বক্তব্য দেন,উপ‌জেলা আওয়ামীলী‌গের সভাপ‌তি র‌ফিউদ্দিন আহ‌মেদ ফের‌দৌস,পৌর আ.লীগের সভাপতি আলতাফ হো‌সেন আফজাল, মঠবাড়িয়া উপজেলা আ.লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা শাহআলম দুলাল, মাওঃ আবুল কালাম আজাদ, পৌরসভা আ.লীগের সহ-সভাপতি হেমায়েত উদ্দিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহমেদ, সাবেক ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান বাদশা, ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত, তুষখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান হাওলাদার, বেতমোর রাজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার আকন, সাপলেজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিরাজ মিয়া, আ.লীগ নেতা মিজানুর রহমান মিলন, উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি আরিফুল ইসলাম সোহাগ, সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, ছাত্রলীগের সাবেক সভাপতি শরিফুল ইসলাম রাজু, সাবেক সাধারণ সম্পাদক মসিউর রহমান মর্তুজা, পৌরসভা আ.লীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ প্রত্যেক ওয়ার্ডের সভাপতি ও সাধারন সম্পাদক প্রমুখ।
বক্তারা বলেন, ৪০ বছর পরে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা একজন বীর মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানকে নৌকার মনোনয়ন দেওয়ায় মঠবাড়িয়াবাসি আনন্দিত । আমরা সকল বিভেদ ভুলে নৌকা প্রতীক বিজয়ী করতে অঙ্গীকারবদ্ধ।