Mon. Mar 17th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
ফেরদৌস আলম, গাইবান্ধা প্রতিনিধিঃ বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাইবান্ধায় মানববন্ধন করেছে বিএনপির নেতাকর্মীরা। রবিবার (১০ ডিসেম্বর) দুপুরে গাইবান্ধা প্রেসক্লাব সংলগ্ন কাচারী বাজার এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এতে মানবাধিকার লঙ্ঘনের শিকার নেতাকর্মীদের পরিবারের স্বজনরা ও সাধারণ মানুষ অংশগ্রহণ করে।
মানববন্ধনে বক্তারা সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবি জানিয়ে বলেন, এই অবৈধ সরকার আবারও নীল নকশায় নির্বাচন করে ক্ষমতায় যেতে চায়। দেশের মানুষ এখন পাতানো নির্বাচনের খেলা বুঝে গেছে। জনগণকে আর বোকা বানানোর সুযোগ নেই। ক্ষমতায় যাওয়ার জন্য যত-ই তালবাহানা করুন না কেন, কোনো লাভ হবে না। তাই তফসিল বাতিল করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন। নয় তো দেশ থেকে পালানোর সুযোগও থাকবে না।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন- জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন বাবু ও আনিছুর রহমান নাদিম, জেলা মৎস্যজীবী দল আহবায়ক বিএনপি নেতা শামীম আহমেদ পলাশ, সদস্য সচিব খন্দকার রাহাত খান, অ্যাড. শাহনেওয়াজ, জেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান কল্যাণ ফ্রন্টের আহবায়ক বিপুল কুমার দাস, জেলা বিএনপির সহ মহিলা বিষয়ক সম্পাদক মুনমুন রহমান সহ প্রমুখ।