Fri. Sep 12th, 2025
Advertisements

খোলাবাজার অনলাইন ডেস্ক : যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে ও অর্থায়নে পাবনার কাশিনাথপুরে একটি ফ্রী মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। যেখানে ৭ ধরনের (চক্ষু, গাইনী, দন্ত, শিশু রোগ, অর্থোপেডিক, ডায়াবেটিস ও সাধারণ) চিকিৎসা সেবায় ৭,৩২০ জন রোগীকে ফ্রি চিকিৎসা ও ঔষধ প্রদান এবং ৭৫২ জনকে ফ্রী চক্ষু অপারেশনের জন্য তালিকাভুক্ত করা হয়। এসময় গরীব শীতার্ত মানুষের মাঝে ২৫০০ কম্বলও বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক ফাউন্ডেশন এর চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মীর মনজুর এলাহী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যমুনা ব্যাংক পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ। এছাড়া আরো উপস্থিত ছিলেন ব্যাংকের নিকটস্থ শাখা সমূহের শাখা ব্যবস্থাপক গণ, প্রধান কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক চিকিৎসা সেবা প্রত্যাশী মানুষ।