Fri. Sep 12th, 2025
Advertisements

ফেরদৌস আলম, গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে রাস্তার পাশে খেলার সময় ট্রাক্টর চাপায় নিহত হয় মাহফুজা আক্তার সীমা (৭) নামে এক শিশু। বৃহস্পতিবার (১৮ জানুয়ারী) দুপুর ২টায় সুন্দরগঞ্জ পৌরসভার মহিলা ডিগ্রী কলেজের পিছনের রাস্তায় এ ঘটনা ঘটে।

নিহত সীমা পৌরসভার ৩ নং ওয়ার্ডের মহব্বত হোসেনের মেয়ে। সে সুন্দরগঞ্জ প্রি-ক্যাডেট স্কুলের নার্সারির শিক্ষার্থী ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিশু সীমা কয়েকজন সহপাঠীদের নিয়ে মহিলা কলেজের পিছনের রাস্তায় খেলাধুলা করছিল। এ সময় বালু ভর্তি অবৈধ যান ট্রাক্টর বেপরোয়া গতিতে এসে পেছন থেকে সীমাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মৃত্যুবরণ করে।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করে জানান, চালক এবং হেলপার পালিয়ে গেলেও ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। ট্রাক্টরের চালক ও মালিকের নামে মামলা করা হচ্ছে।