Mon. Oct 13th, 2025
Advertisements
আব্দুল আউয়াল, বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের মাদারকাঠি গ্রাম থেকে দুই কেজি গাঁজা সহ ২ মাদক ব্যাবসায়ীকে আটক করেছে পুলিশ। ২৬ জানুয়ারি শুক্রবার সকালে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ মো.মাইনুল ইসলামের দৃষ্টিতে দিকনির্দেশনায় পূর্ব সলিয়াবাকপুর ইউনিয়নের দেলোয়ার হোসেনের পুত্র সাব্বির হোসেন(৩০) এবং কৃষ্ণপুর গ্রামের ছালাম তালুকদারের পুত্র সাইদুল তালুকদার(২৫) কে গ্রেফতার করা হয়। এ বিষয়ে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ মো.মাইনুল ইসলাম বলেন, আসামিদের বিরুদ্ধে মাদক বিরোধী মামলা প্রস্তুতি চলছে এবং মাদকের সাথে যারা জড়িত আছে তাদের বিরুদ্ধে  অভিযান সবসময়ই অব্যাহত থাকবে।