খোলাবাজার অনলাইন ডেস্ক : ভুটানরে রাজা জগিমে খসোর নামগলে ওয়াংচুক এর আমন্ত্রণে ভুটান সফর করছনে বাংলাদশে সরকাররে তথ্য ও সম্প্রচার প্রতমিন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত।এর আগে বাংলাদশে সফররত ভুটানরে রাজার আমন্ত্রণে গতকাল (২৮ র্মাচ) বকিলেে তাঁর সঙ্গে কুড়গ্রিাম জলোর ভূরুঙ্গামারী উপজলোর সোনাহাট স্থলবন্দর দয়িে সড়কপথে ভারত হয়ে ভুটান যান তথ্য ও সম্প্রচার প্রতমিন্ত্রী। এদনি ভুটানরে দক্ষণিাঞ্চলীয় গলেফেু সটিতিে অবস্থান করনে ভুটানরে রাজা ও বাংলাদশেরে তথ্য ও সম্প্রচার প্রতমিন্ত্রী। সখোনে অবস্থানকালে ভুটানরে রাজা বশেকছিু সময় ধরে বাংলাদশেরে তথ্য ও সম্প্রচার প্রতমিন্ত্রীকে সাথে নয়িে গলেফেু সটিি ঘুরে দখেনে এবং সখোনে শান্তপর্িূণ, পরবিশেবান্ধব, পরচ্ছিন্ন ও সৌর্ন্দযমন্ডতি আইকনকি সটিি গড়ে তোলার পরকিল্পনার কথা জানান।আজ শুক্রবার (২৯ র্মাচ) সকালে গলেফেু সটিি থকেে ভুটানরে রাজার সঙ্গে বমিানযোগে ভুটানরে পারো আর্ন্তজাতকি বমিানবন্দরে পৌঁছান বাংলাদশেরে তথ্য ও সম্প্রচার প্রতমিন্ত্রী। বমিানবন্দরে ভুটানরে রাজা জগিমে খসোর নামগলে ওয়াংচুক ও বাংলাদশেরে তথ্য ও সম্প্রচার প্রতমিন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতকে স্বাগত জানান ভুটানরে প্রধানমন্ত্রী শরেংি তোবগে ও ভুটানে নযিুক্ত বাংলাদশেরে রাষ্ট্রদূত শবিনাথ রায়। পরে পারো আর্ন্তজাতকি বমিানবন্দর থকেে ভুটানরে রাজধানী থম্পিুতে যান ভুটানরে রাজা এবং বাংলাদশেরে তথ্য ও সম্প্রচার প্রতমিন্ত্রী।ভুটান সফর শষেে রববিার (৩১ র্মাচ) দুপুরে তথ্য ও সম্প্রচার প্রতমিন্ত্রীর দশেে ফরোর কথা রয়ছেে