Tue. Oct 14th, 2025
Advertisements

খোলাবাজার অনলাইন ডেস্ক : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ-এর সাথে আজ সচিবালয়ে তাঁর অফিস কক্ষে বাংলাদেশে নিযুক্ত সিংগাপুরের নন-রেসিডেন্ট হাইকমিশনার ডেরেক ল  (Derek Loh)-সৌজন্য সাক্ষাৎ করেছেন । এ সময় তাঁরা পারস্পারিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

প্রতিমন্ত্রী রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিনিয়োগের অপার সম্ভাবনা রয়েছে। প্রযুক্তির ব্যবহার উত্তরোত্তর বাড়ছে। সার্বিকভাবে আমরা অটোমেশনের দিকে যাচ্ছি। যা বিনিয়োগের সুযোগ বাড়াচ্ছে।আগামী ৫ বছরে প্রযুক্তি খাতে ৫০ থেকে ৬০ বিলিয়ন ডলার  প্রয়োজন হবে।

হাইকমিশনার সিংগাপুরের আধুনিক প্রযুক্তি নিয়ে আলোচনাকালে বাংলাদেশে নবায়নযোগ্য জালানি নিয়ে আগ্রহ প্রকাশ করেন। এসময় পারমাণবিক বিদ্যুৎ, বায়ু বিদ্যুৎ, সৌর বিদ্যুৎ, পরিস্কার বিদ্যুৎ, সৌর বিদ্যুতের মূল্য, স্মার্ট গ্রীড, ডাটা সেন্টার, এলপিজি ও এলএনজি টার্মিনাল, স্টোরেজ সিস্টেম, রিফাইনারি, অটোমেশন, বিদ্যুৎ আমদানি ও রপ্তানি নিয়ে প্রাণবন্ত আলোচনা হয়।

আলোচনাকালে, অন্যান্যের মাঝে ঢাকাস্থ সিংগাপুর হাইকমিশনের চার্জ দ্য এফিয়ার্স শীলা পিল্লাই     (Sheela Pillai) উপস্থিত ছিলেন।