Tue. Oct 14th, 2025
Advertisements

খোলাবাজার অনলাইন ডেস্ক : বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) এর উদ্যোগে দ্বিতীয়বারের মত আয়োজিত ‘শেখ হাসিনা আন্তঃ ব্যাংক ফুটবল টুর্নামেন্ট ২০২৪’ এর গ্রুপ পর্বের খেলা শুরু হয়েছে । আজ ১২ মে ২০২৪ ঢাকার বনানী ডিওএইচএস মাঠে খেলার উদ্বোধন করেন বিএবি’র চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম মজুমদার। খেলায় আংশগ্রহণ করে ইস্টার্ন ব্যাংক সীমান্ত ব্যাংকের বিপক্ষে ২-০ গোলে বিজয়ী হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন শেখ হাসিনা আন্তব্যাংক ফুটবল টুর্নামেন্ট ২০২৪ আয়োজক কমিটির সভাপতি একেএম নুরুল ফজল বুলবুল, স্ট্যন্ডার্ড ব্যাংকের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দীন আহমেদ, ডাচ বাংলা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহাবুদ্দিন আহমেদ, ইউনিয়ন ব্যাংকের ভাইস-চেয়ারম্যান ও বনানী ডিওএইচএস পরিষদের সভাপতি লেফটেন্যান্ট জেনারেল (অব:) মোল্লা ফজলে আকবর ।