Sat. Mar 15th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

গণতান্ত্রিক দেশে যাত্রা শুরু করতে যে প্রস্তুতি প্রয়োজন তার জন্য যতটুকু সময় দরকার, ততটুকুই নেয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

খোলাবাজার অনলাইন ডেস্ক : শুক্রবার (৯ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। শুক্রবার (৯ আগস্ট) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাংবাদিকদের তিনি একথা বলেন।
গণ-অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশ যে কার্যত সরকারহীনতার মধ্যে ছিল। বৃহস্পতিবার (৮ আগস্ট) অন্তর্বর্তীকালীন সরকার গঠনের মধ্য দিয়ে তা দূর হয়েছে। তবে এই সরকারের মেয়াদ কতদিন হবে সে বিষয়ে সংশ্লিষ্টদের কাছ থেকে কোনো পরিষ্কার ধারণা পাওয়া যায়নি।
মন্ত্রণালয় বুঝে পাওয়ার পর শুক্রবার (৯ আগস্ট) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের এ-বিষয়ক প্রশ্নে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘মেয়াদের বিষয়ে এখন আলোচনা করা বা সিদ্ধান্ত নেয়া সম্ভব না। কারণ, আপনি কী সংস্কার চান, সেটা না বুঝে তো আমি মেয়াদের কথা বলতে পারব না। আর সংস্কার যদি আপনারা না চান, তাহলে অন্য কথা। 
মেয়াদ নিয়ে ভেবে ‘অস্থির’ না হয়ে বরং রাষ্ট্র সংস্কারের দিকে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে এ উপদেষ্টা বলেন, ‘এখনই মেয়াদ মেয়াদ করে অস্থির হওয়ার কিছু নাই। আমরা সবাই গণতান্ত্রিক দেশে যাতে যাত্রা শুরু করতে পারি, সেটার প্রস্তুতির জন্যই তো এই অন্তর্বর্তীকালীন সরকার। সেই প্রস্তুতি নেয়ার জন্য যতটুকু সময় দরকার, ততটুকুই নেয়া হবে। শেষ পর্যন্ত গণতন্ত্রের দিকেই আমাদের যাত্রা করতে হবে।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে গণ-অভ্যুত্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর কয়েক দিন দেশে কার্যত সরকার ছিল না। অবশেষে বৃহস্পতিবার (৮ আগস্ট) নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ১৭ সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেয়।