Wed. Mar 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

বৃহস্পতিবার (০৬.০২.২০২৫) রূপালী ব্যাংক পিএলসি’র চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের আওতাধীন শাখা ব্যবস্থাপকদের অংশগ্রহণে ব্যবসায়িক পর্যালোচনা সভা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রামের ও.আর নিজাম রোডস্থ বিভাগীয় কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ ব্যবসায়িক পর্যালোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম।

এ সময় ব্যবস্থাপনা পরিচালক বলেন, ব্যাংকিং খাতের উন্নয়নে খেলাপী ঋণ আদায়ের কোন বিকল্প নেই। খেলাপী ঋণ আদায় ও ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনসহ বিভিন্ন বিষয়ে তিনি শাখা ব্যবস্থাপকদের দিক নির্দেশনা প্রদান করেন। এছাড়াও তিনি রূপালী ই-ব্যাংক অ্যাপ ও ফ্রি অনলাইন ব্যাংকিং সহ সব ধরণের অত্যাধুনিক ব্যাংকিং সেবা জনগণের দোরগোড়ায় পৌছে দিতে শাখা ব্যবস্থাপকদের আহবান জানান।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হাসান তানভীর। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় প্রধান ও মহাব্যবস্থাপক এস.এম দিদারুল ইসলাম। এ সময় বিভাগের আওতাধীন জোনাল ম্যানেজার ও কর্পোরেট শাখার নির্বাহীসহ সকল শাখা ব্যবস্থাপক উপস্থিত ছিলেন