Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলাবাজার ডক্সঃ দুর্নীতি-অন্যায় করবে না, অন্যদেরও করতে দেবে না এমন অঙ্গীকার ক‌রে আগামী দুই বছরের জন্য দায়িত্ব গ্রহণ করেছেন সৈয়দ গোলাম সরওয়ার ও ফরিদ আহমেদ মজুমদারের নেতৃত্বাধীন হজ্জ অ্যাজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এর নতুন কার্যনির্বাহী পরিষদ কমিটি।

আগামী দুই বছরের জন্য হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) নতুন কার্যনির্বাহী পরিষদ কমিটি দায়িত্ব গ্রহণ করেছে।

শনিবার রাজধানীর কাকরাইল হোটেল গ্রান্ড অ্যান্ড প্যালেসে এক জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে তারা এ দায়িত্ব গ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে নবনির্বাচিত সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার ও মহাসচিব ফরিদ আহমেদ মজুমদারসহ কমিটির অন্য সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

২০২৫-২০২৭ সালের মেয়াদকালের ২৭ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ কমিটির অন্যরা হলেন-সিনিয়র সহসভাপতি মাওলানা শামীম সাঈদী, সহসভাপতি হাফেজ নুর মোহাম্মদ, শরীয়ত উল্লাহ সহীদ, মোহাম্মদ আব্দুল হক, যুগ্ম মহাসচিব মোহাম্মদ জাফর উদ্দিন, মোহাম্মদ আবদুল মালেক, মুহাম্মদ আব্দুল কাদির, অর্থসচিব মোহাম্মদ আব্দুল হামিদ, জনসংযোগ সচিব জাহিদ আলম, সাংস্কৃতিক সচিব মো. কাউছার উদ্দিনসহ ১৫ জন কার্যনির্বাহী সদস্য।

এছাড়াও হাজেফ নুর মোহাম্মদকে চেয়ারম্যান ও মোহাম্মদ জাফর উদ্দিনকে সম্পাদক করে ১৫ সদস্যবিশিষ্ট ঢাকা আঞ্চলিক পরিষদ; শরীয়ত উল্লাহ সহীদকে চেয়ারম্যান ও মো. আবদুল মালেক সম্পাদক করে ৯ সদস্যবিশিষ্ট চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ এবং মোহাম্মদ আব্দুল হককে চেয়ারম্যান ও মুহাম্মদ আব্দুল কাদিরকে সম্পাদক করে ৯ সদস্যবিশিষ্ট সিলেট আঞ্চলিক পরিষদ কমিটি দায়িত্ব গ্রহণ করেন।

দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান শেষে বিকালে হাব কার্যালয়ে নতুন কার্যনির্বাহী কমিটির এক জরুরি সাধারণ সভার আয়োজন করা হয়।

হাবের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার যুগান্তরকে বলেন, আসন্ন পবিত্র হজ পালনে বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীরা যেন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে, সেই বিষয়ে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার বলেন, হজ যাত্রীদের ন্যায অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা সবোর্চ্চ চেষ্টা করব। তাই আগামী হজ ব্যবস্থাপনা আমাদের জন্য অনেক চ্যালেঞ্জিং হবে। হজের এজেন্সির কোটা কমিয়ে আনা আর বিমান ভাড়া কমানোর বিষয়েও আমরা কাজ করব। হজযাত্রীদের কল্যাণ সব ধরনের উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।