Thu. Mar 20th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলাবাজার অনলাইন ডেক্স: স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবরে আজ বুধবার (১৯ মার্চ) আল্লামা সাঈদী ফাউন্ডেশনের চেয়ারম্যান শামিম সাঈদী পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার নাম পুনরায় জিয়ানগর করনের আবেদন করলেন।

বিগত ৪ দলীয় সরকারের আমলে তৎকালীন সংসদ সদস্য আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর ঐকান্তিক প্রচেষ্টায় ২০০২ সালের ২৭ মার্চ প্রশাসনিক পুনর্গঠন ও সংস্কারের জন্য জাতীয় বাস্তবায়ন কমিটির (৮৭তম) বৈঠকে পিরোজপুরের ইন্দুরকানী থানাকে ‘জিয়ানগর’ উপজেলার নামে নামকরণের প্রস্তাব আনা হয়। এরপর ২০০২ সালের ১৭এপ্রিল তৎকালীন রাষ্টপ্রতির আদেশক্রমে পিরোজপুর সদর উপজেলার পত্তাশী, পাড়েরহাট এবং বালিপাড়া ইউনিয়নের ৯৪.৬০ বর্গ কিলোমিটারের আয়তন এলাকা নিয়ে ‘জিয়ানগর’ উপজেলার নামে একটি নতুন প্রশাসনিক উপজেলা গঠনের সিদ্ধান্ত গৃহিত হয় এবং ঐ সিদ্ধান্ত মোতাবেক ২০০২ সালের ২১ এপ্রিল তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্থানীয় জনগনের দাবীর পরিপ্রেক্ষিতে ইন্দুরকানী কলেজ মাঠে এক বিশাল জনসভায় ইন্দুরকানীকে ‘জিয়ানগর’ উপজেলা নামে উদ্বোধন করেন। বর্তমানে পত্তাশী, পাড়েরহাট, বালিপাড়া, ইন্দুরকানী সদর এবং চন্ডিপুর নামে ৫টি ইউনিয়ন নিয়ে উপজেলা গঠিত।

বিগত সৈরাচারি ফ্যাসিস্ট অগনতান্ত্রি সরকার ২০১৭ সালে ৯ জানুয়ারী তৎকালীন ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রশাসনিক পুনবিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) ১১৩ তম সভায় পিরোজপুরের ৭তম উপজেলা ‘জিয়ানগরের’ নাম পরিবর্তন করে ইন্দুরকানী উপজেলা নাম করণের প্রস্তাব অনুমোদন দেন এবং পরবর্তীতে ৮ ফেব্রুয়ারী ২০১৭ তারিখে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালযের স্থানীয় সরকার বিভাগ (উপজেলা-১ শাখা) এর জারীকৃত এক প্রজ্ঞাপনের মাধ্যমে নাম পরিবর্তনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

এই নাম পরিবর্তনের পিছনে ‘জিয়ানগর’ নামের সাথে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া নামের মিল থাকায় কেবল মাত্র রাজনৈতিক বিদ্বেষ এবং হীনমন্যতা ব্যতিত আর কোন কারণ ছিল না বিগত প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বৈরাচারী শাসন ব্যবস্থায় এলাকাবাসী ভিষন ক্ষুদ্ধ হয়েছিল কিন্তু প্রকাশ করতে পারে নাই।
জুলাই বিপ্লবে গত ৫ই আগষ্ট ২০২৪ এর ছাত্র জনতার রক্তাক্ত আত্মত্যাগে গণঅভ্যুথানের ফলে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে এবং ছাত্র জনতার আশা আকাঙ্খার প্রতি ফলন হিসেবে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়ে সুষ্ট সুন্দর ভাবে ‘দেশ পরিচালিত হচ্ছে।

ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের করে যাওয়া বিভিন্ন অপকর্ম ক্ষমতার অপব্যবহার এবং ত্রুটি সংশোধনের সুযোগ অন্তর্বর্তীকালীন সরকারের সামনে রয়েছে এবং প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী প্রফেসর ড. মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে চলেছে।

সময় এসেছে প্রখ্যত মুফাসসিরে কুরআন, কুরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর জন্মস্থান এবং আল্লামা সাঈদীর ঐকান্তিক প্রচেষ্টায় প্রতিষ্ঠিত আমাদের হাজার হাজার মানুষের জন্মস্থান এই উপজেলার শ্রুতিকটু নাম ইন্দুরকানী পরিবর্তন করে মহান স্বাধীনতার মাসে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে পূর্বতন নাম ‘জিয়ানগর’ প্রতিস্থাপনের।

কুরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী সাহেবের প্রচেষ্টায় প্রতিষ্ঠিত ও স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামের সাথে মিলিয়ে পূর্বতন নাম জিয়ানগ করার জন্য জিয়ানগরবসী ইতিমধ্যে মানব বন্ধন, র‍্যালি, গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে।

উপজেলার এই নাম পরিবর্তনের বিষয়টি পিরোজপুর জেলার সকল পর্যায়ের জনগণের প্রাণের দাবীতে রূপান্তরিত হয়েছে। ছাত্রজনতা গণমানুষের আত্মত্যাগের উপর প্রতিষ্ঠিত দেশপ্রেমিক সরকার দেশের মানুষের ভালোবাসা, আবেগ, অনুভুতির এই প্রাণের দাবীতে পূরণ করবেন এটা স্থানীয় সকল পেশাজীবী, রাজনীতিবিদ এবং সাধারণ জনগণ দৃঢ়ভাবে বিশ্বাস করে।

আল্লামা সাঈদী ফাউন্ডেশনের চেয়ারম্যান শামিম সাঈদী আশা করেন আগামী ২৬ মার্চের পূর্বেই পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার নাম পরিবর্তন করে আগের নাম ‘জিয়ানগর’ পূণর্বহাল করবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। স্থানীয় জনগণের পক্ষে জোড় দাবী জানাছে আল্লামা সাঈদী ফাউন্ডেশনের চেয়ারম্যান শামিম সাঈদী।