হাকীম নোমানী ছাতক সুনামগঞ্জ প্রতিনিধি : ছাতকে সাবরেজিস্ট্রারের দলিল লেখক ও দোয়ারাবাজার উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি কাজি মো. আনোয়ার মিয়া ওরফে কোটিপতি আনুকে পুলিশ গ্রেফতার করেছে। মঙ্গলবার সকালে দোয়ারাবাজার থানা থেকে তাকে সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
আদালত তাকে জামিন না দিয়ে জেলহাজতে প্রেরণ করেছেন। গত সোমবার গভীর রাতে ছাতক পৌর শহরের লাকি সেন্টারের পেছনের বাসা থেকে তাকে পুলিশ গ্রেফতার করেছে। তিনি দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলার প্রতাপপুর গ্রামের মরহুম কাজি বশির মিয়ার ছেলে।