Sun. Oct 12th, 2025
Advertisements

খোলা বাজার অনলাইন ডেক্স: বুধবার (২০.০৮.২০২৫) রূপালী ব্যাংক কর্মচারী সংঘ সিবিএ এর উদ্যোগে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
আজ  ৩৪ দিলকুশাস্থ রূপালী ব্যাংক কর্মচারী সংঘ সিবিএ’র অফিসে আয়োজিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. নুরুল হক সরদার নিরু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকস এমপ্লয়ীজ ফেড়ারেশনের সাধারণ সম্পাদক মো. আবুল বাশার। অনুষ্ঠানের প্রধান বক্তা কর্মচারী সংঘের সাধারণ সম্পাদক হোসেন আহমেদ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করেন।
এছাড়াও তিনি জুলাই বিপ্লবে শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। তিনি বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সবাইকে একসাথে কাজ করার আহবান জানান। এতে আরও উপস্থিত ছিলেন কর্মচারী সংঘের কার্যকরী সভাপতি মো. আবদুর রব মিয়া, কায়কোবাদ রতন, মাহফুজুর রহমান সুমন, আবদুর রহিম ও জহিরুল হক প্রমূখ।