খোলা বাজার অনলাইন ডেক্স: হাসনাত তুহিন ফেনী : পরিবেশের ভারসাম্য রক্ষায় ‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফেনীতে আনসার ভিডিপির উদ্যেগে বনায়ন ও গাছের চারা বিতরণ করা হয়েছে।
আজ ২১ আগষ্ট বৃহস্পতিবার দুপুরে জেলা আনসার কমান্ড্যান্ট মো: হেলাল উদ্দীন উপস্থিত থেকে এ বনায়ন উদ্বোধন করেন।
শুরুতে আনসার ভিডিপির কমান্ড্যান্টের কার্যালয়ে প্রাঙ্গন থেকে মহিপাল পর্যন্ত র্যালি প্রদক্ষিন করে জেলা কার্যালয়ে শেষ হয়। র্যালি শেষে জেলা কার্যালয়ে প্রাংগনে একটি আম গাছ রোপনের মাধ্যেমে ফেনীতে বৃক্ষরোপণের শুভ উদবোধন করা হয়। এবং দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়। বিকেলে ফেনী জামেয়া রশিদীয়া লস্করহাট মাদরাসায় একশত বিভিন্ন প্রজাতির আম গাছের চারা রোপণ করে একটি বনায়ন ও জেলা আনসার ট্রেনিং সেন্টারে একটি আম বাগান করা হয়। এ ছাড়াও জেলার ০৬ টি উপজেলা, ৪৩টি ইউনিয়ন ও ৫ টি পৌরসভায় নবগঠিত আনসার ভিডিপি ক্লাব ও সমিতির সদস্যদের সহযোগিতায় উপজেলা প্রাঙ্গনে, ইউনিয়ন পরিষদ প্রাঙ্গন, ক্লাব প্রাঙ্গনে ও রাস্তার ফাঁকা জায়গায় পরিকল্পনা মাপিক বৃক্ষরোপন করা হয়। যা ক্লাবের সদস্য সদস্যারা পরিচর্যা করবেন করবেন।
জেলা আনসার কমান্ড্যান্ট মো: হেলাল উদ্দীন জানান, আনসার ভিডিপির মহাপরিচালক মহোদয়ের নির্দেশনা মোতাবেক রেঞ্জ কমান্ডার কুমিল্লা মহোদয়ের সার্বিক তত্তাবধানে পরিবেশ রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সারাদেশের ন্যায় ফেনীতে ও এই অভিযানের সূচনা করা হয়। এতে আম, তেতুল,খেজুর, পেয়ারা, গোলাপজাম,অমলকি, কালোজাম,নিমগাছ সহ এক হাজার বিভিন্ন প্রজাতির ফলজ বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে।