Tue. Aug 26th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements


অরুন চক্রবর্তী, সুনামগঞ্জ প্রতিনিধি: আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের বিএনপির এমপি প্রার্থী, বিচারপতি ও সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মিফতাহ উদ্দীন চৌধুরী রুমী বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তারুণ্যের অহংকার তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন করার লক্ষ্যে কাজ করতে হবে। আমাদের সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে যেই ধানেরশীষ প্রতীক পাবে তার সাথে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করব। আমরা সবাই সম্মিলিত হয়ে এলাকার উন্নয়নের স্বার্থে ধানেরশীষ কে বিজয়ী করতে হবে। ২২ আগষ্ট (শুক্রবার) বিকালে ১নং আটগাঁও ইউনিয়ন বিএনপির আয়োজনে নিজগাঁও বাজারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ১ নং আটগাঁও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জুনেদ আহমদ তালুকদারের সভাপতিত্বে ও শাল্লা উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক একরামুল হোসেনের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য ব্যারিস্টার মাহাদিন চৌধুরী ও শাল্লা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নিত্যানন্দ দাস নিতাই, সিলেট কোর্টের এপিপি মির্জা ইসলাম, দিরাই পৌরসভার সাবেক কমিশনার ও সাবেক প্যানেল চেয়ারম্যান মোজাহিদ মিয়া। আরও বক্তব্য রাখেন- শাল্লা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হাসান হাফিজুর রহমান, উপজেলা যুবদল নেতা রউফ মিয়া, সাবেক ছাত্রনেতা এইচ এম এরশাদ প্রমুখ। এসময় সমাবেশে উপস্থিত ছিলেন- বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ এলাকার সর্বস্তরের জনগন।