স্টাফ রিপোর্টার : গাজীপুরের কাপাসিয়ার কড়িহাতা ইউনিয়নের পাকিয়াব গ্রামে সম্প্রতি ‘মাস্টার ইয়াকুব আলী ফাউন্ডেশনের’ উদ্যোগে বিভিন্ন ফলজ গাছের চারা বিতরণ করেন। এ সময় ওই গ্রামের দুই শতাধিক কৃষকের মাঝে চারাগুলো বিতরণ করা হয়।
ওই ফাউন্ডেশনের চেয়ারম্যান ও পাকিয়াব আলিম মাদ্রাসার সভাপতি বিশিষ্ট শিল্পপতি জনাব মোঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান হাওলাদার অধ্যক্ষ মোবারক হোসেনের পরিচালনায় বৃক্ষরোপন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এ সময় অন্যান্যের মাঝে বক্তব্য দেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও শিক্ষক নেতা মোঃ জাকির হোসেন, কোষাধ্যক্ষ ও ব্যাংকার মোঃ আবুল কালাম, শিক্ষক মোঃ মজিবুর রহমান, ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও ইউপি সদস্য মোঃ আশরাফ হোসেন, শ্রমিক দল নেতা মোঃ আব্দুর রহিম প্রমুখ।