Tue. Aug 26th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জে অবৈধ ভাবে পাথর ও বালু লুটপাট ঠেকাতে বিশেষ অভিযান পরিচালনা করেছে বিজিবি। আজ রবিবার সকালে সুরমা ও ধোপাজান নদীপথে অভিযান পরিচালনা করা হয়। এসময় বিভিন্ন নৌযান আটকিয়ে তল্লাশি করা হয়। নৌযানে বালু ও পাথরের কাগজপত্র যাচাই বাছাই করা হয়। বিকেলে পর্যটন এলাকায় যাদুকাটা নদী,শিমুল বাগান, বড়গুপটিলায় এই অভিযান পরিচালনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল একে এম জাকারিয়া কাদির। অভিযান শেষে তিনি বলেন, সীমান্তবর্তী এলাকাতে ১৫০ গজের ভিতরে দায়িত্ব পালন করছে।পাশাপাশি সীমান্তবর্তী এলাকার ১৫০ গজের বাহিরেও নিরাপত্তা জোরদার করার কার্যক্রম পরিচালনা করে আসছে। সীমান্তে পর্যটন স্পষ্টগুলোর মধ্যে বারিক্কা টিলা, যাদুকাটা নদী এবং শিমুল বাগান সহ যেসব পর্যটন কেন্দ্র রয়েছে, সেসব স্পট থেকে কিছু দুষ্কৃতকারীরা বালু এবং পাথর লুটপাট করতে চায়,সেখানে বিজিবি নিয়মিত ভাবে অপারেশন করছে। এছাড়াও জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে টাস্কফোর্স অভিযান পরিচালনা করার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। আমরা গত বছর ২০২৪ এর অক্টোবরে ধোপাজান নদীতে টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয় এবং সেখানে প্রায় ১৩২ টি বালু বোঝাই স্টিলবডি নৌকা জব্দ করা হয়। পাশাপাশি বিশ থেকে পঁচিশ জন শ্রমিক আটক করা হয়। এরপাশাপাশি চানপুর বিওপির এলাকায় চুনাপাথর দুষ্কৃতকারীরা লুটপাট করতে চেয়েছিল।আমরা গোপন তথ্যের ভিত্তিতে সেই লুটপাট ঠেকাতে সক্ষম হই। আমাদের সিলেট সেক্টরে সুনামগঞ্জ সহ যে তিনটি ব্যাটালিয়ন আগের চেয়ে অনেক বেশি জোরদার করা হয়েছে এবং আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।