Sat. Oct 18th, 2025
Advertisements

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধিঃ অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, গত ১৬-১৭ বছরে বাংলাদেশ থেকে ২৪০ বিলিয়ন ডলার পাচার হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমে তা উঠে এসেছে। ২৪০ বিলিয়ন ডলার মানে প্রতিবছরে প্রায় ১৬ বিলিয়ন ডলার। অর্থাৎ বছরে ২১ লাখ কোটি টাকা। আমাদের এক বছরের বাজেট প্রায় সাত লাখ কোটি টাকা। দেশের তিন বছরের বাজেটের সমপরিমাণ টাকা প্রতিবছর লুটপাট করা হয়েছে।

আজ শুক্রবার সকালে ঝিনাইদহের শৈলকুপায় জিয়া সাইবার ফোর্সের এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মো. আসাদুজ্জামান বলেন, টাকা লুটেরারা পালিয়ে গিয়ে বিদেশে শান্তিতে বসবাস করছে। এই লুটেরাদের বিরুদ্ধে বাংলাদেশের ঘরে ঘরে সংবাদ পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছে এই সাইবার ফোর্স। আমরা বিশ্বাস করি, বাংলাদেশের মানুষ লুটপাটের পক্ষে না; আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ লুটের বিপক্ষে, খুনের বিপক্ষে, খুনির বিপক্ষে। সেই স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণের জন্য জিয়া সাইবার ফোর্স গঠিত হয়েছে।

জুলাই গণঅভ্যুত্থানে জড়িত অপরাধীদের বিচার করতে সরকার জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করেন তিনি। অ্যাটর্নি জেনারেল বলেন, ১৭-১৮ বছর পর দেশের মানুষ ভোট দেওয়ার স্বাদ পাবে। সেই ভোটের অধিকার ফিরিয়ে দিতে এই সরকারের সব শক্তি নিরলসভাবে, নিদ্রাহীনভাবে কাজ করে যাচ্ছে। এই নির্বাচন নিয়ে অনেক কথা শুনবেন, কিন্তু যত বাধাই আসুক, বর্তমান সরকার তার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাবে।

উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে এ সভার আয়োজন করে জিয়া সাইবার ফোর্স শৈলকুপা উপজেলা শাখা। সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রজিবুল ইসলামের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন ঝিনাইদহ জেলা শাখার সমন্বয়ক মাহাবুবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন শৈলকুপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ন বাবর ফিরোজ, জ্যেষ্ঠ সহসভাপতি সাবেক মেয়র খলিলুর রহমান, পৌর বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি মিজানুর রহমান বাবলু প্রমুখ।

আলোচনা সভার পর অ্যাটর্নি জেনারেল শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বপ্নবাজ ফাউন্ডেশনের দেওয়া সুপেয় পানির পাম্প উদ্বোধন করেন। এ ছাড়া হাসপাতালে রোগীদের জন্য নিজ অর্থে ৪০টি সিলিং ফ্যান উপহার দেন তিনি।