
বাবুল হোসেন, জেলা প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে নীলফামারীতে।
নীলফামারী জেলা যুবদলের সাধারণ সম্পাদক, শাহাদাত হোসেন চৌধুরী সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ছিলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভাগ্নে, ডোমার ডিমলা আসনের সাবেক সাংসদ ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। অনুষ্ঠানটি সকাল১১ টায় পৌর মার্কেটের সামনে শুরু হয়। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) নীলফামারী জেলার সদস্য সচিব, নীলফামারী ২ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী, এ এইচ এম সাইফুল্লা রুবেল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মীর সেলিম ফারুক, আয়বাহক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, সোহেল পারভেজ যুগ্ম আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, মোস্তফা হক বাচ্চু প্রধান, যুগ্ন আহবায়ক জেলা বিএনপি, মো:রিয়াজুল ইসলাম কালু,যুগ্ন আহ্বায়ক জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় প্রধান অতিথির বক্তব্য এই ইঞ্জিনিয়ার হউরিন ইসলাম চৌধুরী তুহিন বলেন, নীলফামারী হচ্ছে যুবদলের ঘাঁটি এবং সুসংগঠিত। আমাদের এই ঐক্য ধরে রাখতে হবে। কোন শক্তিই আমাদের মধ্যে বিভাজন তৈরি করতে পারবে না। কারণ এটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া দল। এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বলা একটি গল্প শোনান।
অল্প সময়ের মধ্যেই অনুষ্ঠান স্থলটি, বিভিন্ন উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড ,পর্যায়ের নেতাকর্মীদের আগমনে অনুষ্ঠানটি কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠে।
পরে যুব দলের প্লেকার্ড নিয়ে আনন্দ মিছিল করে,শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে, পৌর মার্কেটের সামনে, এসে সমাপ্তি ঘোষনা করা হয়।


