Tue. Sep 16th, 2025
Advertisements

shaina-amin1ঢাকা:মা হতে যাচ্ছেন মডেল-অভিনেত্রী শায়না আমিন । গতকাল রোবাবার ফেসবুকে এ খবর জানিয়েছেন শায়না নিজেই। তিনি এখন বসবাস করছেন যুক্তরাজ্যের ডনক্যাস্টারে। চলতি বছরে এপ্রিলে প্রবাসী মাসুদ রানাকে বিয়ে করেন তিনি।

বর্তমানে গর্ভকালীন সময় পার করছেন শায়না। ফেসবুকে তিনি  নিজের গর্ভাবস্থার ছবি পোষ্ট করে লিখেছেন, শরীরে একটা আশীর্বাদ বহন করছি।

শুভমিতা ও শহিদের গাওয়া ‘এক জীবন’ গানের মডেল হয়ে জনপ্রিয়তা পান শায়না। ছোটপর্দার পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করেছেন শায়না। এ তালিকায় আছে রুবাইয়াত হোসেনের ‘মেহেরজান’, মাসুদ আকন্দের ‘পিতা’ এবং নারগিস আক্তারের ‘পুত্র এখন পয়সাওয়ালা’।

উল্লেখ্য, মাসুদ রানার সঙ্গে বিয়ের আগে ২০১১ সালে আসাদুজ্জামান সেতু নামে একজনকে বিয়ে করেছিলেন সেতু। তিনবছরের সে সংসারে কোন সন্তান নেননি শায়না।