Mon. Sep 15th, 2025
Advertisements

55খোলা বাজার২৪ : শুক্রবার, ২৮ আগস্ট ২০১৫

বরুণ ধাওয়ান। বলিউডে তিনিই একমাত্র অভিনেতা, যাঁর ক্যারিয়ারের প্রথম পাঁচটি ছবিই হিট। বলিউডের জন্য অপরিহার্য হয়ে ওঠা বরুণের সঙ্গে প্রথমে জড়িয়েছিল আলিয়া ভাটের নাম। দুজনেরই প্রথম ছবি ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’। সেখান থেকেই প্রেমের গুজব ছড়ালেও দুজনের কেউই সেটা স্বীকার করেননি।

বরুণের বাবা বলিউডের নামকরা পরিচালক ডেভিড ধাওয়ান আর বড় ভাইও পরিচালক রোহিত ধাওয়ান। তবে বরুণ বলেছিলেন, বাবা এবং ভাইয়ের মতো কোনো অভিনেত্রীকে বিয়ে করবেন না তিনি। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, পাঁচ বছর ধরে নাতাশা দালাল নামের এক বান্ধবীর সঙ্গে বরুণের সখ্য। তবে বরুণ কখনো মুখ ফুটে এ কথা বলেননি।

যদিও টাইমস অব ইন্ডিয়া বলছে, এখন ছুটি কাটাতে নাতাশার সঙ্গে মালদ্বীপে রয়েছেন বরুণ। তাঁদের দুজনের একটা ছবিও ছেপে দিয়েছে তারা।

মালদ্বীপে গিয়ে বরুণও তাঁর ওয়াটার স্পোর্টসের বেশ কিছু ভিডিও আপলোড করেছেন। তবে সেই ভিডিওগুলো কে করেছেন, সেটা তিনি লেখেননি। আর সাংবাদিকরা তাই ধরেই নিচ্ছেন, ক্যামেরার পেছনের মানুষটি নাতাশা দালাল।