Mon. Sep 15th, 2025
Advertisements

10খোলা বাজার২৪ : শুক্রবার, ২৮ আগস্ট ২০১৫

মাদারীপুরের কালকিনি উপজেলার ভূরঘাটা মজিদবাড়ি বাজারের প্রনব জুয়েলার্সে দুর্র্ধষ ডাকাতি হয়েছে।

দোকান মালিক জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে সংঘবদ্ধ ডাকাতরা র‌্যাব সেজে প্রথমে দোকানের মালিক নিমাই কর্মকারের বাসায় হানা দেয়। পরে কাগজপত্র দেখার নামে সেখান থেকে দোকানে আসে।

এসময় ডাকাতরা কমপক্ষে ৩০ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায় বলে ভুক্তভোগীদের অভিযোগ করেন।

ডাকাতির সময় বাধা দিলে সাহাবুদ্দিন সরদার, দোকান মালিক নিমাই কর্মকার ও তার ছোট ভাই গৌতম কর্মকারকে বেধড়ক পিটিয়ে তাদের মাইক্রোবাসে করে তুলে নিয়ে যায় তারা।

পরে মাদারীপুরের রাজৈর উপজেলার একটি নির্জন জায়গায় তাদের ফেলে রেখে ডাকাতরা পালিয়ে যায়।

এ ঘটনায় বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।