Mon. Sep 15th, 2025
Advertisements

13খোলা বাজার২৪ : শুক্রবার, ২৮ আগস্ট ২০১৫

ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় নিলয় হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গ্রেপ্তার দুজনকে পাঁচ রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ।

পুলিশের রিমান্ড আবেদনের শুনানি করে ঢাকার মহানগর হাকিম এমদাদুল হক এই হেফাজত মঞ্জুর করেন।

গ্রেপ্তার কাউছার হোসেন খান (২৯) ও কামাল হোসেন সরদারকে (২৯) দশ দিনের হেফাজতে চেয়েছিল পুলিশ।

গতকাল বৃহস্পতিবার কাওসারকে রাজধানীর মিরপুর ১০ নম্বর এলাকা থেকে ও কামালকে দোলাইরপাড় থেকে গ্রেপ্তার করা হয়। দুজনকেই ব্লগার আসিফ মহিউদ্দিন হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার করা হয়েছিল বলে জানায় আইনশৃঙ্খলা বাহিনী।

এর আগে ১৩ আগস্ট একই মামলায় সাদ আল নাহিয়ান ও মাসুদ রানাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরদিন ঢাকা মহানগর হাকিম মোল্লা সাইফুল আলম তাঁদের আট দিন করে রিমান্ডে পাঠান। নাহিয়ানকে রাজধানীর উত্তরা ও রানাকে মিরপুরের কালশী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাঁরা আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য বলেও জানায় পুলিশ। তাঁদের মধ্যে নাহিয়ান শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নুর ভাতিজা বলে জানা গেছে।

গত ৭ আগস্ট রাজধানীর গোড়ানে নিজ বাসায় খুন হন নীলাদ্রি, যিনি নিলয় নীল নামে ফেসবুক-ব্লগে লেখালেখি করতেন। নিলয়ের স্ত্রী আশামনি ৭ আগস্ট খিলগাঁও থানায় এ ঘটনায় মামলা করেন।

এর আগে ব্লগার আহমেদ রাজীব হায়দার, অভিজিৎ রায়, ওয়াসিকুর রহমান বাবু ও অনন্ত বিজয় দাশকে হত্যা করা হয়।