Tue. Apr 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

46খোলা বাজার২৪ : শুক্রবার, ২৮ আগস্ট ২০১৫

টিভি নাটকে বহু বছর ধরে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী নাগ। খণ্ড নাটক ও ধারাবাহিক সব ক্ষেত্রেই দারুণভাবে নিজেকে মেলে ধরেছেন তিনি। হয়ে উঠেছেন একজন দক্ষ অভিনেত্রী।

দীর্ঘদিনের ক্যারিয়ারে মৌসুমী নাগের সমসাময়িক অনেকেই চলচ্চিত্রে নাম লিখিয়ে নিয়মিত কাজও করছেন। তবে সেক্ষেত্রে তিনি একটু পিছিয়েই ছিলেন বরাবর।

অবশ্য এ পিছিয়ে থাকাটাকে কখনোই অপ্রাপ্তি হিসেবে আখ্যা দেননি মৌসুমী। চলচ্চিত্রে অভিনয়ের জন্য নিজেকে ভালভাবে প্রস্তুত করতে হয় বলেই সময় নিয়েছেন। হুটহাট সিদ্ধান্ত নিয়ে নিজের ক্যারিয়ারের ক্ষতি করতে চাননি এ অভিনেত্রী। এসব কথা বেশ আগের। মৌসুমী নাগ চলচ্চিত্রে অভিনয় করেছেন। শুটিং শেষ করেছেন। অন্য সব কাজও সম্পন্ন হয়েছে তার ছবির।

তন্ময় তানসেন পরিচালিত ‘রানআউট’ ছবিটির কথাই বলা হচ্ছিল। যার কাজ গেল বছর শুরু হয়েছিল। এখন মুক্তির অপেক্ষায়। এরই মধ্যে একটি প্রযোজনা প্রতিষ্ঠান ছবিটির পরিবেশনার দায়িত্ব নিয়েছে। আসছে কোরবানির ঈদের পরই মুক্তির মিছিলে যোগ দেবে ‘রানআউট’। আর এর মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হবে মৌসুমী নাগের।

এ প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি শুনে খুবই ভাল লাগছে। এ প্রথম আমার অভিনীত কোন ছবি মুক্তি পাবে। নাচে-গান আর অ্যাকশন সবই ছবিটিতে দর্শক দেখতে পাবেন। এতটুকু বলতে পারি, হলে গিয়ে ছবি দেখে দর্শক নিরাশ হবেন না। সব মিলিয়ে বলবো, সবার জন্য এটি একটি বিশেষ চমক। এদিকে এটি ছাড়া মৌসুমী নাগ আরও একটি ছবির কাজ শেষ করেছেন। অভিনেতা ও নির্মাতা শাহরিয়ার নাজিম জয়ের পরিচালনায় এর নাম ‘প্রার্থনা’। এ ছবিতেও ভিন্নধর্মী একটি চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী নাগ। বর্তমানে তার অভিনীত হাসান জাহাঙ্গীরের পরিচালনায় ‘নন্দিনী’ ও আরিফ খানের পরিচালনায় ‘দলছুট প্রজাপতি’ নামের দুটি ধারাবাহিক প্রচার চলছে। নাটক প্রচার চললেও এ মুহূর্তে ক্যামেরার সামনে দাঁড়াতে পারছেন না মৌসুমী নাগ। কারণ কিছুদিন পরই মা হতে যাচ্ছেন এ অভিনেত্রী।