Tue. Apr 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

54খোলা বাজার২৪ : শুক্রবার, ২৮ আগস্ট ২০১৫

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত ‘এপার ওপার’ ছবির ডাবিং শিডিউল ফাঁসিয়ে নিখোঁজ হয়ে গেছেন বিতর্কিত নায়িকা আঁচল। গতকাল দেলোয়ার জাহান ঝন্টুর ‘এপার ওপার’ ছবির ডাবিং করার কথা ছিল। কিন্তু আঁচল ডাবিংয়ে আসেননি। তার মুঠোফোন বন্ধ রয়েছে। তার মায়ের মুঠোফোনও বন্ধ রয়েছে। বাসায় ঝুলছে তালা। আঁচল একই দিনে আরেকটি ছবির শিডিউল দিয়েছিলেন।

একই দিনে দুই ছবির শিডিউল দিয়ে হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়ায় চলচ্চিত্রে নানা গুঞ্জনের সৃষ্টি হয়েছে। কেউ কেউ বলছেন, আঁচল বিয়ে করে নিজেকে আড়াল করে রেখেছেন। কেউ কেউ বলেন, আঁচল এখন ব্যাংককে অবস্থান করছেন একটি ছবির শুটিংয়ে। কিন্তু বর্তমানে ব্যাংককে বদিউল আলম খোকন পরিচালিত ‘রাজাবাবু’ ছবির শুটিং হচ্ছে। এই ছবিতে শাকিব খানের নায়িকা অপু এবং ববি। কোন ছবির শুটিংয়ে যে আঁচল দেশের বাইরে যাননি এটা নিশ্চিত।

এ প্রসঙ্গে চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি দেলোয়ার জাহান ঝন্টু বলেন, আমার ছবির ডাবিংয়ের শিডিউল দিয়ে আঁচলের নিখোঁজ হয়ে যাওয়াটা শুধু রহস্যজনকই নয়, দুঃসাহসিক কাজও। আমার মতো একজন সিনিয়র পরিচালকের সঙ্গে কোন নায়িকা এমন আচরণ করতে পারে- এটা আমি ভাবতেই পারছি না। তিনি বলেন, এই জীবনে সব বড় বড় নায়িকা নিয়ে ছবি বানিয়েছি, কিন্তু আঁচলের মতো কেউ এমনটি করার সাহস পাননি। তিনি বলেন, আমি আগে জেনেছিলাম, আঁচল আমার শিডিউল আরেকজন পরিচালককে দিয়েছেন। মনে হয়েছিল, সেই ছবির শুটিং করছেন। কিন্তু সেখানেও খোঁজ নিয়ে জানা গেছে, ওই শুটিংয়েও আঁচল যাননি। তাহলে তিনি কোথায়? দেলোয়ার জাহান ঝন্টু বলেন, আমরা পরিচালক সমিতি বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির সঙ্গে সভা করে যে সব শিল্পী বিনা কারণে শিডিউল ফাঁসিয়ে প্রযোজক-পরিচালকদের ক্ষতিগ্রস্ত করছেন, তাদের লিখিত শিডিউল ছাড়া নতুন কোনো ছবির অনুমোদন দেবো না। লিখিত শিডিউল দেয়ার পর যদি কেউ বিনা কারণে প্রযোজক-পরিচালকদের ক্ষতি করেন তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।