খোলা বাজার২৪ : শুক্রবার, ২৮ আগস্ট ২০১৫
আজ ২৮ আগস্ট শুক্রবার, সারা দেশের মুক্তি পাচ্ছে ‘ব্ল্যাকমেইল’। অনন্য মামুন পরিচালিত ‘ব্ল্যাকমেইল’ ছবিতে মূল ভূমিকায় অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, মৌসুমি হামিদ ও ববি। ছবিটি নিয়ে খুব আশাবাদী নায়িকা মৌসুমি হামিদ মনে করেন, দর্শক ছবিটি দেখে খুশিমনে হল থেকে বের হবেন।
ছবি সম্পর্কে মৌসুমি হামিদ বলেন, ‘এই ছবি নিয়ে আমি দারুণ আশাবাদী। দর্শকপ্রিয় হওয়ার মতো অনেক মসলা আছে এই ছবিতে। মিলন ভাই ও নায়িকা ববি এই ছবিতে কাজ করার ব্যাপারে আমাকে অনেক সাহায্য করেছে। ছবির মেকিং অনেক ভালো হয়েছে আর সে কারণেই আশা আরো বেড়ে গেছে। এখন দেখার পালা দর্শক কীভাবে নেবে ছবিটিকে। তবে দর্শকদের এতুটুকু বলতে পারি, আপনারা পুরোপুরি বিনোদন পাবেন এই ছবিতে।’
ছবিটিতে গান রয়েছে মোট পাঁচটি। এসব গানে কণ্ঠে দিয়েছেন ইবরার টিপু, ইমরান, এলিটা, পড়শি, পূজা ও লেমিস।
পরিচালক অনন্য মামুন জানিয়েছেন, সারা দেশে ৮০টিরও বেশি সিনেমা হলে মুক্তি পাচ্ছে ছবিটি। এর মধ্যে ঢাকায় মুক্তি পাচ্ছে ১৮টি সিনেমা হলে।