Wed. Oct 15th, 2025
Advertisements

60খোলা বাজার২৪ : শুক্রবার, ২৮ আগস্ট ২০১৫

বিশ্বজুড়ে যখন লড়াই চলছে বর্নবাদের বিরুদ্ধে তখন রাশিয়ার পরীক্ষাগারে চলছে আফ্রিকান কৃষ্ণাঙ্গদের শ্বেতাঙ্গতে রূপান্তর করার ভয়াবহ পরীক্ষা। বেশ কিছু ওয়েবসাইট ‘মস্কো সংবাদ’ এর একটি উদ্ধৃত দিয়ে বলেছে যে, একটি রাশিয়ান পরীক্ষাগারে আফ্রিকানদের কালো চামড়ার স্তর সরিয়ে রং ফর্সা করার উপায় আবিষ্কার করেছেন।

কি সর্বাধিক চমকৃত! এক দিকে বৈজ্ঞানিক এই পদ্ধতি স্বাস্থ্য ঝুঁকি ছাড়াই অনেক বেশি ভয়াবহ, নাকি হাজার হাজার রাশিয়ান অভিবাসীরা এই পদ্ধতি প্রয়োগ করে নিজেদের গায়ের রং সুন্দর করতে সম্মতি দিয়েছে সেটা?

মস্কোর সায়েন্সেস অনুষদের একটি প্রকাশনা অনুযায়ী, শরীরের কালো অংশ পরিষ্কার করতে অক্সিটেন এবং বেনযাডিযেপিন এর একটি বিশেষ মিশ্রণ ৬ ঘণ্টা সারা শরীরে মেখে রাখতে হবে। এরপর চামরা টেনে তুলে ফেলতে হবে। (ওয়েবসাইট দ্বারা উদ্ধৃত) বিজ্ঞানীদের মতে এতে কোনো পার্শপ্রতিক্রিয়া থাকবে না।

এ পর্যন্ত ২৫৪ জন মানুষ ল্যাবে এই প্রক্রিয়ায় দ্বারা নিজেদের রং ফর্সা করার ঘোষণা দিয়েছে।