Wed. Mar 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

9রবিবার, ৩০ আগস্ট ২০১৫
শাকিব খানের অশোভন আচরণের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন মডেল-অভিনেত্রী পিয়া বিপাশা। সম্প্রতি খবরটি খুব আলোড়ন সৃষ্টি করেছে। আর এ বিষয়ে মুখ খুললেন কুপ্রস্তাবের শিকার ‘পিয়া বিপাশা’ নিজেই ।

আর এই কারণে ‘রাজনীতি’ নামে নতুন একটি ছবি থেকে স্বেচ্ছায় বিদায় নিয়েছেন তিনি। কিছুদিন আগে ঘটা করে শাকিব খান ও জায়েদ খানকে নিয়ে ‘রাজনীতি’ নামের নতুন একটি ছবির ঘোষণা দিয়েছিলেন পরিচালক বুলবুল বিশ্বাস। ছবিতে নায়িকা হিসেবে চুক্তিবদ্ধ হয়েছিলেন পিয়া বিপাশা। সম্প্রতি সংবাদমাধ্যমে খবর বেরিয়েছে চুক্তিভঙ্গের কারণে ছবি থেকে পিয়া বিপাশাকে বাদ দেয়া হয়েছে।

বিষয়টির সত্যতা অস্বীকার করে পিয়া জানিয়েছেন, ছবিটি আমি নিজেই ছেড়ে দিয়েছি। তিনি বলেছেন, বাইরে কাজ করতে পারব না, এমন কোনো কিছু চুক্তিতে লেখা ছিল না। আমার সঙ্গে করা যায় না এমন কিছু ঘটনা ঘটায় আমি নিজেই ছবিটি করছি না।

এই প্রসঙ্গে পিয়া মিডিয়াকে আরো জানান, ‘রাজনীতি’ ছবিতে নায়ক হিসেবে চুক্তিবদ্ধ ঢালিউডের নাম্বার ওয়ান খ্যাত একজন নায়ক তার সঙ্গে অশোভন আচরণ করেছেন। তার সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করাসহ ঘুরতে যাওয়ার প্রস্তাব দেয়া হয়েছে।

তাই রাজনীতিতে অভিনয় না করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। পিয়া আরও বলেন, ইন্ডাস্ট্রিতে আমি নতুন। প্রথম সারির একজন নায়ক এমন অশোভন প্রস্তাব দিতে পারেন সেটা আমার জানা ছিল না। তাছাড়া সবকিছু মেনে নিয়ে যদি ছবিটির কাজ করতাম তা কোনোদিন শেষ হতো আমার জানা নাই ।