রবিবার, ৩০ আগস্ট ২০১৫
কেবল দর্শকসারিতে নয়, কারিনা কাপুরের প্রণয়প্রার্থীরা আছেন তারকা তালিকাতেও! বলিউডের হার্টথ্রব এই নায়িকার প্রেমে হাবুডুবু খাওয়াদের দলে আছেন বুড়ো-খোকা সকলেই। হিন্দি সিনেমার সাম্প্রতিক ক্রেজ অর্জুন কাপুরেরও মুগ্ধতার অন্ত নেই কারিনাকে নিয়ে। বিভিন্ন সময়ে নিজের সেই আবেগের কথা প্রকাশ্যেও ব্যক্ত করেছেন কারিনার চেয়ে ৪ বছরের ছোট অর্জুন। কাপুর পরিবার সূত্রে দুজনের মধ্যে রয়েছে আত্মীয়তার সূত্রও।
কারিনা ও অর্জুন এখন কাজ করছেন ‘শামিতাভখ্যাত নির্মাতা আর বালকির ‘কি অ্যান্ড ক’ সিনেমায়। শুটিংয়ের কাজে একে পাচ্ছেন অন্যের দীর্ঘ সান্নিধ্য। একটু অবসর মিললেই কারিনার প্রতি নিজের আবেগের জানান দিতে নাকি ব্যস্ত হয়ে ওঠেন অর্জুন। কারিনার প্রথম সিনেমা ‘রিফুজি’ দেখে সেই যে প্রেমে পড়েছিলেন, এখনো নাকি পড়েই আছেন মুগ্ধতায়!
অর্জুনের এসব রসিকতার জবাব কারিনাও দিয়েছেন রসিকতায়, নিজের এই ভক্ত-প্রেমিককে সতর্ক থাকতে বলেছেন স্বামী সাইফ আলী খানের কাছ থেকে। প্রেম-ভালোবাসার এসব বৃত্তান্ত শুনলে নাকি অর্জুনকে গুলিও করে দিতে পারেন সাইফ। কারণ স্ত্রীর ব্যাপারে সাইফ নাকি বরাবরই খুব প্রতিরক্ষামূলক আচরণ করে থাকেন!
অবশ্য অর্জুনের সঙ্গে কারিনার সুসম্পর্কের বৃত্তান্ত সাইফ নিজেও জানেন। তিনিও পছন্দ করেন অর্জুনকে।
অর্জুন অবশ্য গুলির তোয়াক্কা করেন না বলে জানিয়ে দিয়েছেন কারিনাকে। তবে কারিনা বলেছেন, এসব নিয়ে আলাপ হবে সিনেমার কাজ শেষ হলে!