রবিবার, ৩০ আগস্ট ২০১৫
নারী জাতির অপমান আরেক নারী কি সহ্য করতে পারে? ঠিক বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহাও তা পারেননি। এজন্য প্রতিবাদ করেছিলেন। কিন্তু যে নারী জন্য তিনি প্রতিবাদ করেছিলেন সেই নারী মিথ্যা তথ্য দিয়ে সবাইকে বিভ্রান্ত করেছে জানতে পেরে অভিযুক্ত সরবজিৎ সিংয়ের কাছে ক্ষমা চাইলেন সোনাক্ষী।
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নিজের ভুলের জন্য ক্ষমা চেয়ে সোনাক্ষী লিখেছেন, ‘সেই (সরবজিৎ) ব্যক্তির কাছে আমি ক্ষমা চাচ্ছি। আমি শিখেছি, ভুল করে কারো কাছে ক্ষমা চাইলে কেউ ছোট হয়ে যায় না।’
তিনি আরও বলেন, ‘একজন মেয়ে হওয়ায় অন্যদের মতো আমিও তার পক্ষ নিয়েছি। অতপর অন্যদের মতো বিষয়টি নিয়ে আমি এখন লজ্জিত।’
এর আগে জেসলিন কর নামের দিল্লি ইউনিভার্সিটির এক ছাত্রী সবরজিতের ছবি ফেসবুকে আপলোড করে তাকে অপদস্ত করার ঘটনা বর্ণনা করেন। এরপর সেটি সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়ে। কিন্তু তার এক দিন পরেই এক ব্যক্তি দাবি করেন তিনি ঘটনাটির প্রত্যক্ষদর্শী। ব্যক্তিটি আরো জানান, মেয়েটি ঘটনাটিকে অতিরঞ্জিত করে বর্ণনা করেছে। এরপর মেয়েটির পক্ষ নেওয়ার জন্য সোনাক্ষী লজ্জিত বলে জানান।