Mon. May 5th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

48সোমবার, ৩১ আগস্ট ২০১৫
বলিউড তারকা সালমান খানের সঙ্গে অভিনয়ের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন সুইডিশ-গ্রিক অভিনেত্রী এলি আব্রাম।

সালমান খানের ব্যক্তিত্বে মুগ্ধ এই অভিনেত্রী সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম পিটিআইকে একথা জানিয়েছেন।

২০১৩ সালে অভিনেতা মণীশ পালের বিপরীতে ‘মিকি ভাইরাস’ দিয়ে বলিউডে পা রাখেন এলি আব্রাম।

এলি আব্রাম বলেন, ‘আমি সত্যিই সালমানের সঙ্গে অভিনয় করতে চাই। আমি বাস্তবিকই তার প্রশংসা করি। আমি নিশ্চিত, সঠিক সময়েই তার সঙ্গে পর্দায় আমার রসায়ন হবে।’ স্বপ্ন সত্যি হওয়ার বিষয়ে শতভাগ আশাবাদী বলেও জানান এলি আব্রাম।

‘মিকি ভাইরাস’ করার পর আরেক সঞ্চালক কপিল শর্মার সঙ্গে কাজ শুরু করেন এলি আব্রাম। কমেডি শোয়ের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করার পর এখন অভিনয়ে মন দিতে চাইছেন কপিল। তার ছবি ‘কিস কিসসে প্যার করু’ নিয়ে শুরু থেকেই আশাবাদী এই অভিনেতা।

সিনেমার প্রচারে কপিল তাই মাঝে মধ্যেই নায়িকা এলিকে নিয়ে আসছেন ‘কমেডি নাইটস উইথ কপিল’-এর স্টেজে। এই শোয়ে এসেই সালমানের সঙ্গে দেখা করার সুযোগ পান বলে জানান এলি। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস ও আনন্দবাজার