Tue. Oct 14th, 2025
Advertisements

Shahjalal-Universityখোলাবাজার ঃ সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) শিক্ষকদের ওপর হামলার ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
ফিজিক্যাল সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. সাবিনা ইসলামকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- প্রক্টর প্রফেসর ড. কামরুজ্জামান, সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক আমিনা পারভীন। তদন্ত কমিটিকে দ্রুত রিপোর্ট দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আমিনুল হক ভূঁইয়া সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন।
শিক্ষকদের ওপর হামলার ব্যাপারে আমিনুল হক ভূঁইয়া বলেন, ‘হামলা হয়েছে কি না তা খতিয়ে দেখতেই কমিটি গঠন করা হয়েছে। কমিটির রিপোর্ট হাতে পেলে বিস্তারিত বলা যাবে।’
মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ ও মুক্তচিন্তা চর্চায় বিশ্বাসী শিক্ষক ফোরামের সদস্য সচিব এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ উপদেশ ও নির্দেশনা পরিচালক প্রফেসর ড. মো. রাশেদ তালুকদার দ্য রিপোর্টকে বলেন, ‘রবিবার ভিসির সঙ্গে শিক্ষকদের ও শিক্ষকদের সঙ্গে ছাত্রদের ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। আমি ঘটনাস্থলে ছিলাম। কোনো ছাত্রকে শিক্ষকের ওপর হাত তুলতে দেখিনি।’

(খোলাবাজার/জিএম/৩১-০৮-২০১৫)