Mon. May 5th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

3 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০১৫
ঢাকাই ছবির জনপ্রিয় শির্ষ নায়িকা মাহিয়া মাহির পুরনো প্রেমের কথা এখনো মনে পড়ে । বাস্তব জীবনেও প্রেমের হাতছানিতে মাতোয়ারা হয়েছেন এই নায়িকা।

প্রেম যেমন সুখের হয়, তেমনি বিরহেরও। তবে মাহি কী এখন বিরহী প্রেমে কাতর ? তার একটি স্ট্যাটাসে তাই ফুটে ওঠলো । ফেসবুকে দেওয়া একটি স্ট্যাটাসে মাহি তার পুরনো প্রেমিকের উদ্দেশ্যে জানালেন নিজের বর্তমান অনুভূতির কথা।

মাহির স্ট্যাটাসটি তুলে ধরা হলো-

‘ভয়ে ভয়েই থাকতাম প্রতিটা মুহুর্ত,
যদি তোমার প্রেমে পরে যাই?যদি মায়া বসে যায়? তারপর রোজ তোমার পাগলামি দেখে নিজেকে হুমকি দিতাম অনবরত ‘একদম তাকাবিনা তার দিকে, একদম দেখবিনা তার হাসি, একদম প্রেমে পড়া যাবেনা কিন্তুৃ’

‘কতবার যে তোমার ফোন নম্বর আর ফেইসবুক আইডিটা বক করেছি তার কোনো ঠিক নাইৃশুধু একটাই ভয়ে ‘যদি আমি প্রেমে পরে যাই, যদি তুমি চলে যাও আর তোমাকে ভুলতে না পারি?’

তারপর অনেকদিন পরে হঠাৎ একদিন আবিষ্কার করলাম, তোমার নম্বর টা আমার ফোন এ আনবক করা, ফেইসবুক এর আইডিটাও আনবক এবং সেখানে দিব্বি তুমি আমার ফ্রেন্ড লিস্ট এ আছ এবং মাঝখানে অনেকগুলো দিন কেটে গেছে, যেদিনগুলোতে আমরা কাটিয়েছি অনেকগুলো সুন্দর মুহূর্ত, আমি দেখেছি অদ্ভুত সেই পাগল করা হাসিৃঅনেকগুলো রাত কে আমি দেখেছি ভোর হয়ে যেতে তোমার সাথে ফোন এর লাইন এ থাকতে থাকতেৃকি অদ্ভুত ভালোলাগায় কেটে গেছে দিনগুলোৃকিযে স্বর্গ ছিল!
মজার বেপার হলো, আমি যে ভয়টা পেয়েছিলাম ঠিক সেটাই হলোৃআমি কখন তোমার প্রেমে পড়েছিলাম টেরই পাইনি আর এখন তোমাকে আর ভুলতে পারছিনা।

এখন ঠিক রাত ১২:৪৫ বাজে, ওপাশটায় তুমি দিব্বি হয়ত তোমার রুম এ অন্য কাওকে ফোন এর লাইন রেখে কোনো এক ইংলিশ মুভি দেখতে ব্যস্ত অথবা হয়ত গাড়ির ফ্রন্ট সিট এ কাউকে বসিয়ে লং ড্রাইভ এ কোনো এক বাংলা রোমান্টিক গান শুনছৃআর এপাশ্টাতে আমি, যে কিনা ডানপিটে’র মত সারা দুনিয়া ঘুরে বেড়াতাম সেই আমি ঘরের কোনে বসে তোমার দেওয়া উপহারের উপর পড়ে থাকা ধুলো মুছে যাচ্ছি আর মুছে যাচ্ছি