Sun. Oct 12th, 2025
Advertisements

6 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০১৫
বদেশগামি দুই যাত্রী সহ প্রায় সাড়ে ৪ কেজি গাজা উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউজ কতৃপক্ষের প্রিভেনটিভ বিভাগ। আটককৃতরা হল, পারকুল ইসলাম এবং জাকির হোসেন।

মঙ্গলবার সকালে বিমানবন্দরের ডিপারচার হলের ৩নং হেভি ল্যাগেজ গেটে অভিযান চালিয়ে এসব গাজা উদ্ধার করা হয়।

এর আগে আটককৃতদের স্বীকারোক্তি অনুযায়ী তাদের ল্যাগেজ তল্লাশি করা হয়। পরে ল্যাগেজ সাড়ে ৪ কেজি গাজা উদ্বার করা হয়।

আটককৃতদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে । উদ্বারকৃত গাজাও মাদকদ্রব্য নিযন্ত্রণ অধিদপ্তরকে বুঝিয়ে দেয়া হয়েছে ।

ঢাকা কাস্টমস হাউজের সহকারি রাজস্ব অফিসার মুস্তফা জামান জানান , গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওমানগামি দুই যাত্রিকে গ্রেফতার করে তাদের থেকে সাড়ে ৪ কেজি গাজা জব্দ করা হয়্। তারা আজ মঙ্গলবার সকাল ১১ টার ফ্লাই দুবাই (এফজেড-৫৮৪) ফ্লাইটে ওমান যাওয়ার প্র¯‘তি নিচ্ছিল।