Mon. Oct 13th, 2025
Advertisements

21 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০১৫
দশম জাতীয় সংসদের সপ্তম অধিবেশন বসছে আজ মঙ্গলবার বিকেল ৫ টায় । অধিবেশন শুরুর আগে স্পীকার ড. শিরীন শারমিনের সভাপতিত্বে কার্য উপদেষ্টা কমিটির বৈঠক অনুস্ঠিত হবে এ বৈঠকে অধিবেশনের মেয়াদ নির্ধারণসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে গত রবিবার রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ সংবিধানের ৭২ (১) অনুচ্ছেদ অনুযায়ী দশম জাতীয় সংসদের সপ্তম অধিবেশনের আহ্বান করেন।

প্রসঙ্গত, চলতি সংসদের ষষ্ঠ অধিবেশন ৩ জুন শেষ হয় গত ৮ জুলাই। এটি ছিল বাজেট অধিবেশন। এ অধিবেশনে ২০১৪-১৫ অর্থবছরের বাজেট উপস্থাপন করা হয় এবং তা পাস হয়। সংবিধান অনুযায়ী একটি অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন বসার বাধ্যবাধকতা রয়েছে। এ বাধ্যবাদকতা থেকেই অধিবেশনটি আহ্বান করা হয়।