Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

46মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০১৫
‘দিলওয়ালে’ সিনেমার রোমান্টিক গানের শুটিংয়ে শাহরুখ-কাজল আগস্টে গিয়েছিলেন আইসল্যান্ডে। তা নিয়ে প্রতিদিনই সংবাদমাধ্যমে খবর প্রকাশ হয়েছে। তাতে দর্শক আগ্রহের পারদও চড়েছে বেশ। এবার সে গানের একটি মুহূর্তের ভিডিও ফাঁস হল।

‘দিলওয়ালে’ পরিচালনা করছেন ‘চেন্নাই এক্সপ্রেস’খ্যাত রোহিত শেঠি। ফারাহ খানের কোরিওগ্রাফিতে পুরো গানটির শুটিং হয় আইসল্যান্ডে। কয়েকদিন আগে প্রকাশ হয়েছে গানটির বিয়ন্ড দ্য সিন। এবার ফাঁস হল একটি রোমান্টিক মুহূর্তের ভিডিও।

ফাঁস হওয়া ভিডিওটিতে আইসল্যান্ডের চমৎকার একটি লোকেশন দেখা যায়। পর্বতের পাদদেশে জমে থাকা পানিতে দুই দিক থেকে শাহরুখ ও কাজলকে দৌড়ে আসতে দেখা যায়। যথারীতি তারা পরস্পরকে জড়িয়ে ধরেন। কাজলের পরণে ছিল কালো টপস ও লাল স্কার্ট, অন্যদিকে শাহরুখ আগাগোড়ায় কালোয় মোড়ানো।

‘দিলওয়ালে’ মুক্তি পাবে চলতি বছরের ১৮ ডিসেম্বর। আগে বলা হয়েছিল একইদিন মুক্তি পাবে সঞ্জয়লীলা বানসালি পরিচালিত ‘বাজিরাও মাস্তান’। কিন্তু সম্প্রতি পিছিয়ে গেছে রণবীর-প্রিয়াঙ্কা-দীপিকার চলচ্চিত্রটি। ‘দিলওয়ালে’তে আরও অভিনয় করছেন বরুণ ধাওয়ান ও কৃতি স্যানন।