বুধবার, ২ সেপ্টেম্বর ২০১৫
একের পর এক বড় মাপের ছবিতে চুক্তিবদ্ধ হয়ে চমক দেখাচ্ছেন সম্ভাবনাময়ী নায়িকা শিরিন শিলা। সম্প্রতি নায়ক পরিচালক মাসুম পারভেজ রুবেলের পরিচালনায় নির্মিতব্য দুটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। ছবি দুটির নাম ‘ডিজিটাল নায়ক’ ও ‘নন্দিনী’। দুটি ছবিতেই তার নায়ক জায়েদ খান। এর আগে তিনি শুরু করেছেন জাকির হোসেন রাজু পরিচালিত ‘জ্বালা’ এবং রাজু চৌধুরী পরিচালিত ‘এক মিনিট’ ছবির শুটিং। শেষ করেছেন মুশফিকুর রহমান গুলজার পরিচালিত ‘মন জানে না মনের ঠিকানা’র কাজ। মুক্তির মিছিলে রয়েছে শাহিন সুমন পরিচালিত ‘মিয়া বিবি রাজী’ ছবিটি। ওয়াজেদ আলী সুমনের ‘হিটম্যান’ এবং আবুল কাশেম মণ্ডলের ‘ক্ষণিকের ভালবাসা’ ছবি দুটি মুক্তি দিয়েই নিজের যোগ্যতা প্রমাণ করতে পেরেছেন সুন্দরী স্মার্ট শিরিন শিলা। পাশাপাশি দৃষ্টি আকর্ষণ করতে সমর্থ হন চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকেরই।
বিভিন্ন টেলিভিশন চ্যানেলের বড় বড় অনুষ্ঠানে পারফরমেন্স করার ডাক পাচ্ছেন তিনি। তার পারফরমেন্স সবাইকে মুগ্ধ করছে। তবে শিরিন শিলার মূল লক্ষ্য হচ্ছে সিনেমা। সিনেমার প্রতিষ্ঠিত নায়িকা হওয়ার জন্য পরিশ্রম করে চলেছেন।
এ প্রসঙ্গে তিনি বলেন, সিনেমায় প্রতিষ্ঠিত হওয়ার জন্যই তো আমি এসেছি। সুযোগ পাচ্ছি। চেষ্টা করছি সুযোগগুলো কাজে লাগাবার। আমার বিশ্বাস, সুযোগগুলো কাজে লাগাবার মধ্য দিয়ে আমি আমার অবস্থানকে শক্ত করতে পারবো। নিজের যোগ্যতা দিয়ে নির্মাতা ও দর্শকদের মনটাও জয় করতে পারবো। শিরিন শিলা বলেন, আমি কাজপাগল মানুষ। ভাল কাজের জন্য আমি পরিশ্রম করতে রাজি। চেষ্টা, পরিশ্রম, সাধনার মধ্য দিয়ে আমি প্রতিষ্ঠিত অভিনেত্রী হতে চাই। চাই সবার ভালবাসা।