বুধবার, ২ সেপ্টেম্বর ২০১৫
ভিনগ্রহের প্রাণীদের খপ্পরে পড়েছেন ঢাকাই শোবিজের জনপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারী মম। তাকে বাঁচাবেন অভিনেতা অপূর্ব। টান টান উত্তেজনার গল্প নিয়ে নির্মিত সায়েন্স ফিকশনধর্মী নাটকে দেখা যাবে এমন দৃশ্য। ‘ডিস্ক’ নামের নাটকটি নির্মাণ করেছেন ফরহাদ আহমেদ। কোরবানির ঈদে এনটিভির পর্দায় দেখা যাবে অপূর্ব-মমের দুর্র্ধষ যত কীর্তি।
ইউটিউবে নাটকটির ট্রেলার প্রকাশ করা হয় মঙ্গলবার। সিনেমাটিক স্টাইলের ‘ডিস্ক’র ট্রেলারে দেখা যায় বাঁচার আকুতি জানাচ্ছেন মম। অপূর্ব বলছেন, ‘আমি আপনাকে বাঁচাতে এসেছি।’ ট্রেলারে শেষদিকে মমর অসহায় আকুতি, ‘আপনি না বলেছিলেন আমাকে বাঁচাবেন!’ এর পর আবারও অপূর্বর সংলাপ, ‘আমি বাঁচাব।’ সত্যিই কি বাঁচাতে পারবেন অপূর্ব?
উত্তর জানতে অপেক্ষা করতে হবে ঈদ পর্যন্ত। ‘ডিস্ক’-এ মমকে দেখা যাবে সাদিয়া চরিত্রে। অপূর্ব অভিনয় করছেন ফাহিম নামের বাংলাদেশী বিজ্ঞানীর চরিত্রে।
অন্যদিকে আরেকজন রহস্যময় মানব (সানজু জন) খুঁজে বেড়াচ্ছে মিজানকে (আব্দুল কাদের)। কিন্তু কেন? শেষ পযর্ন্ত আসলেই কি এলিয়েন আসবে সাদিয়াকে নিতে? ফাহিমের সঙ্গে অফিসার জামানের (প্রীতম আহমেদ) কী সম্পর্ক? নাকি ফাহিমের অন্য কোনো উদ্দেশ্য আছে? এক নাটকে এমন অনেক প্রশ্নের উত্তর মিলবে।
নাটকটির গল্প প্রসঙ্গে নির্মাতা ফরহাদ আহমেদ বলেন, ‘অন্য দশজনের মতো সাদিয়াও (মম) এলিয়নকে গল্পের বইয়ে আর সিনেমায় দেখে অভ্যস্ত। কিন্তু কখনো হয়তো তার মনে হয়নি এলিয়েনের সঙ্গে সাক্ষাৎ হবে। একদিন হঠাৎ করে ওলট পালট হয়ে যায় তার স্বাভাবিক জীবন। তাকে নিয়ে যেতে আসছে ভিনগ্রহের এলিয়েন। তাকে বাঁচাবেন অপূর্ব।’
নাটকে আরও দেখা যাবে, মমর হাতে একটা ইলেকট্রনিক্স ডিভাইস। এর মাধ্যমেই এলিয়েনরা তাকে ট্র্যাক করার চেষ্টা করছে। এক সময় মমসহ একদল মানুষকে ধরে নিয়ে যায় ভিনগ্রহের প্রাণী। তাদের খুঁজে বের করেন অপূর্ব।
‘ডিস্ক’ প্রসঙ্গে মম বলেন, ‘গল্পটি মূলত ভালবাসার গল্প। কিন্তু উপস্থাপন হয়েছে অন্যরকম। আমাদের দেশে সায়েন্স ফিকশন নিয়ে কাজ হয় কম। এই ধরনের নাটকে প্রথমবারের মতো অভিনয় করলাম। নির্মাতার সঙ্গেও প্রথমবারের মতো কাজ করছি। গল্প উপস্থাপনার ভিন্নতার কারণেই ভাল লাগল অভিনয় করে।’
নাটকটি দেখার আমন্ত্রণ জানিয়ে ফরহাদ বলেন, ‘আশা করছি দশর্ক এই নাটকের মাধ্যমে এবার ভিন্ন কিছুর স্বাদ পাবে। এখনই নাটক নিয়ে কিছু বলতে চাই না। দর্শক এটি দেখার পর মন্তব্য জানাবে।’
অপূর্ব-মম ছাড়াও নাটকটিতে আরও অভিনয় করেছেন- আব্দুল কাদের, শিশুশিল্পী ইমন মডেল ও অভিনেত্রী এ্যানি চৌধুরী। ঈগল এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত ‘ডিস্ক’ প্রযোজনা করেছেন সাব্বির চৌধুরী।